কুমিল্লাসোমবার, ২৮শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচন বিষয়ে সেপ্টেম্বর থেকে দেড় লাখ পুলিশের ট্রেনিং হবে: শফিকুল আলম

প্রতিবেদক
Palash Khandakar
জুলাই ২৮, ২০২৫ ৪:০২ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:

নির্বাচন উপলক্ষে সেপ্টেম্বর মাস থেকে দেড় লাখ পুলিশের ট্রেনিং হবে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ সোমবার দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের তিনি একথা জানায়।

নির্বাচনের আগে পুলিশের প্রস্তুতির কথা বলা হয়েছে। পুলিশের আইজি বলেন, নির্বাচন উপলক্ষে সেপ্টেম্বর মাস থেকে দেড় লাখ পুলিশের ট্রেনিং হবে। সেপ্টেম্বর-অক্টোবর-নভেম্বর মাসে এই ট্রেনিং দেওয়া হবে।

শফিকুল আলম বলেন, নির্বাচনকে সামনে রেখে প্রচুর মিসইনফরমেশন ছড়ানো শুরু হয়েছে। এটাকে সামনে রেখে ন্যাশনাল ইনফরমেশন সেন্টারে খুব দ্রুততার সঙ্গে মিস ইনফরমপশনকে আমরা প্রতিহত করতে পারব। এটা নিয়ে বিষদ আলোচনা হয়েছে।

তিনি আরও বলেন, অনেক বিষয় নিয়েই আলাপ আলোচনা হয়েছে। প্রথম ছিল যে কো-অর্ডিনেশন বাড়ানো। আর্মি, পুলিশ এবং রাষ্ট্রের অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে কো-অর্ডিনেশন বাড়ানোর কথা বারবার জোর দিয়ে বলা হচ্ছে। এই কো-অর্ডিনেশন প্রান্তিক এবং জাতীয় পর্যায়ে বাড়ানোর কথা বলা হয়েছে।