কুমিল্লামঙ্গলবার, ১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচন আগামী বছরের ফেব্রুয়ারিতেই হতে হবে : মির্জা ফখরুল

প্রতিবেদক
Palash Khandakar
জুলাই ১৪, ২০২৫ ৭:৪১ অপরাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচনের আয়োজন করতে হবে জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে নির্বাচন বানচাল ও জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করার ষড়যন্ত্র চলছে। নানা কৌশলে দেশকে অস্থির করার অপচেষ্টা করা হচ্ছে।

সোমবার (১৪ জুলাই) সারা দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে রাজধানীতে বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিলে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৈঠক করে নির্বাচনের সময় ঠিক করেছেন। এর কোনো ব্যতিক্রম হবে না।

লন্ডনে অনুষ্ঠিত বৈঠকের পর কিছু মানুষের ‘মাথা খারাপ হয়ে গেছে’ মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, ‘যারা তারেক রহমান ও বিএনপির বিরুদ্ধে কথা বলছেন, তারা গণতন্ত্র ও দেশের শত্রু।’

তারেক রহমানকে নিয়ে অশালীন স্লোগানের বিষয়ে তিনি বলেন, ভাবা হচ্ছে, তারেক রহমানকে নিয়ে কথা বললে বিএনপি ভয় পাবে ও সরে যাবে। কিন্তু বিএনপি ঘুরে দাঁড়াতে জানে। আমরা শহীদদের অনুপ্রেরণায় এগিয়ে যাচ্ছি, ফিনিক্স পাখির মতো নতুন করে জেগে উঠব।

তিনি বলেন, বিএনপিকে উত্তেজিত করে একটি ফাঁদে ফেলতে চাচ্ছে তারা। কিন্তু আমরা সতর্ক। জনগণকে সঙ্গে নিয়ে আমরা ফ্যাসিবাদী শক্তিকে রুখে দিয়েছি, ভবিষ্যতেও প্রতিরোধ গড়ে তুলব।