কুমিল্লাবৃহস্পতিবার, ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নিরাপত্তা চান দৌলতদিয়ার যৌনপল্লীর যৌনকর্মীরা

প্রতিবেদক
Palash Khandakar
আগস্ট ২৯, ২০২৩ ১১:০০ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:

রাজবাড়ীর দৌলতদিয়া যৌনপল্লীর প্রায় দুই শতাধিক যৌনকর্মী নিরাপত্তা চেয়ে মানববন্ধন করেছেন। সোমবার দুপুর ১২টার দিকে যৌনপল্লীর প্রধান ফটকের সামনে দৌলতদিয়া রেলস্টেশনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

এ সময় যৌনকর্মীরা অভিযোগ করেন, ইমরান হোসাইন নামে এক ব্যক্তি দীর্ঘ সময় যৌনপল্লীতে বিভিন্ন যৌনকর্মীর ঘরে আসে এবং প্রশাসনের ভয় দেখিয়ে বিভিন্ন সময় বিভিন্ন জনের কাছ থেকে অর্থ আত্মসাৎ করে। ইমরান হোসাইন যৌনপল্লীর বাসিন্দা বৈশাখীকে মামলার ভয় দেখিয়ে জোর করে বিয়ে করে। তাছাড়া বৈশাখী যে বাড়িতে ভাড়া থাকতো সেই বাড়ির বাড়িওয়ালী শেফালী বৈশাখীর কাছে ভাড়া বাবদ এক লাখ ২০ হাজার টাকা পাবে।

মানববন্ধনে উপস্থিত সকল যৌনকর্মীরা ইমরান হোসাইনের বিচারের দাবিতে হাত উঠিয়ে স্লোগান দিতে থাকেন এবং তাদের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ইমরান হোসাইন ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার হাবিবুর রহমানের ছেলে। তিনি শিপিংয়ের ব্যবসা করলেও এখন তেমন একটা ব্যবসা নেই। তিনি বিভিন্ন সময় বিভিন্ন জনের কাছ থেকে শিপ ভাড়া নিয়ে প্রতারণার মাধ্যমে তা বিক্রি করেন বলেও অভিযোগ রয়েছে। দেশের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে ৮-১০টি মামলা রয়েছে।

ইমরান হোসাইন তার স্বার্থ হাসিলের জন্য বিভিন্ন সময় গোয়ালন্দ ঘাট থানাসহ আদালতে মামলা করে যৌনকর্মীদের হয়রানি করের। তিনি গোয়ালন্দ ঘাট থানায় দুটি অভিযোগ করেন। প্রথমটিতে যৌনকর্মী পিংকি গংয়ের বিরুদ্ধে নগদ ৬ লাখ টাকা এবং দ্বিতীয়টিতে ৯ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ করেন। এছাড়া মারধর করে টাকা আদায় ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার বিষয় উল্লেখ করে আদালতে অভিযোগ করেন গত বছর ১৫ মে একটি এবং ২৬ মে আরেকটি। তদন্তে দুটি অভিযোগের কোনো ভিত্তি বা প্রমাণ পায়নি গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

এ ব্যাপারে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, ইমরান হোসাইন বিভিন্ন সময় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকতার নাম ব্যবহার করে যৌনকর্মীদের হয়রানি করে আসছিলেন। তিনি থানায় যৌনপল্লীর কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন পরবর্তীতে তদন্ত কর্মকর্তা তদন্ত করতে গিয়ে তার কোনো সত্যতা পায়নি। তাছাড়া তিনি যাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন তাদের মধ্যে বৈশাখী নামে একজনকে তিনি বিয়ে করে সংসার করছেন। সেখানে বাড়ি কিনে সেটা দখল নিয়ে ঝামেলা করলে পুলিশ মোহাম্মদ আলী নামে একজনকে আটক করেছে।