বলিউডের শাহেন শাহ অমিতাভ বচ্চন, আজকের দিনে এক বিশাল সম্পত্তির অধিকারী হলেও একসময় তাকে নিজের বাড়ি নিলামে তুলতে হয়েছিল অর্থাভাবে। আজকের ইন্ডাস্ট্রিতে অনেক বড় তারকা থাকলেও সম্পত্তির দিক দিয়ে অমিতাভ বচ্চনের ধারেকাছেও পৌঁছাতে পারেনি। অথচ, একসময় পরিস্থিতি এমন ছিল যে নিজের জুহুর বাংলো নিলামে তোলার মতো কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছিল তাকে।
অমিতাভ বচ্চনের আর্থিক সংকটের এই সময়ের কথা সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন দক্ষিণ ভারতের সিনেমার সুপারস্টার রজনীকান্ত। তিনি বলেছেন, “অমিতাভ একটি ছবি প্রযোজনা করতে গিয়ে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছিলেন। এমনকি তার নিরাপত্তারক্ষীর বেতন দেওয়ার সামর্থ্যও ছিল না। সেই সময় তার জুহুর বাংলো নিলামে তোলা হয়। পুরো বলিউড তখন হাসাহাসি করছিল এবং অনেকে ভেবেছিল যে অমিতাভ আর ফিরে দাঁড়াতে পারবেন না। কিন্তু, তিন বছরের মধ্যেই নিজের দৃঢ় সংকল্প এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে তিনি ফিরে আসেন।”
রজনীকান্ত আরও বলেন, “অমিতাভ বচ্চন ‘কৌন বনেগা ক্রোড়পতি’ (কেবিসি) শোয়ের মাধ্যমে ফিরে আসেন এবং আবারও আর্থিকভাবে স্বচ্ছল হন। তিনি জুহুর রাস্তাতেই তিনটি নতুন বাড়ি কিনেন, যেখানে একসময় তার পুরনো বাড়ি নিলামে বিক্রি হয়ে গিয়েছিল। অমিতাভ একজন প্রকৃত অনুপ্রেরণা। ৮২ বছর বয়সেও তিনি দিনে ১০ ঘণ্টা কাজ করতে পারেন, যা তার অদম্য স্পৃহা ও সংগ্রামের সাক্ষ্য বহন করে।”