কুমিল্লাশনিবার, ২২শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নিজেদের স্বার্থে ফ্যাসিবাদীদের জায়গা করে দেওয়া হলে তা মানবো না: মির্জা ফখরুল

প্রতিবেদক
Palash Khandakar
ফেব্রুয়ারি ১৯, ২০২৫ ৪:১৮ অপরাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নিজেদের স্বার্থে ফ্যাসিবাদীদের জায়গা করে দেওয়া হলে বিএনপি তা মানবে না। তিনি আরও বলেন, সরকারের সুযোগ-সুবিধা নিয়ে রাজনৈতিক দল গোছালে জনগণ তা মেনে নেবে না।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির সদস্য ফরম নবায়ন ও সংগ্রহ কার্যক্রমের এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, সরকারের সুযোগ-সুবিধা নিয়ে রাজনৈতিক দল গোছানো হলে জনগণ তা মেনে নেবে না। তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার যদি নিরপেক্ষ না থাকে, তাহলে নতুন সরকারের প্রয়োজন হবে।

এ সময় স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার মন্তব্য উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, তারা নিজেদের স্বার্থে ফ্যাসিবাদীদেরও জায়গা করে দিতে চায়। তিনি আরও বলেন, জাতীয় নির্বাচন নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার কতটা আন্তরিক, তা নিয়ে সন্দেহ রয়েছে।

ফ্যাসিবাদীরা ক্ষমা চেয়ে নির্বাচনে অংশ নিতে চাইলে তারা অংশ নিতে পারবেন বলে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীবের বক্তব্য উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, তার কথাই প্রমাণিত হয়েছে যে তারা নিজেদের স্বার্থে ফ্যাসিবাদীদের জায়গা করে দিতে চায়।

এ সময় বিএনপি মহাসচিব উপস্থিত নেতাকর্মীদের প্রশ্ন করেন, ‘এটা কি আপনারা মেনে নিতে পারবেন? মানবেন?’ উপস্থিত নেতাকর্মীরা তখন ‘না, না’ বলে জবাব দেন।

মির্জা ফখরুল আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার যদি নিরপেক্ষতা হারায়, তাহলে আরেকটি নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে। তিনি বলেন, তার এমন মন্তব্যের পর অনেকে বলেছিলেন যে বিএনপি আরেকটি ‘এক-এগারো’ চায়। কিন্তু তিনি বলেন, ‘এক-এগারো’র সবচেয়ে বড় ভুক্তভোগী বিএনপি। তাই তিনি সতর্ক করে বলেন, আবারও ‘এক-এগারো’র চেষ্টা বা চিন্তা করলে জনগণ তা কখনোই মেনে নেবে না।

দেশজুড়ে বিএনপির সদস্য ফরম নবায়ন ও সংগ্রহ কার্যক্রম চলছে। এর ধারাবাহিকতায় সকালে ঢাকা মহানগর ছাত্রদল সদস্য ফরম নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু করেছে। ‘গণঅভ্যুত্থান পরবর্তী নতুন ধারার ছাত্র রাজনীতি’ শীর্ষক আলোচনা সভায় ছাত্রদল ও ঢাকা মহানগর বিএনপির নেতারা বলেন, ফ্যাসিবাদের একটি অংশ বিএনপিতে অনুপ্রবেশের চেষ্টা করছে, এ বিষয়ে সতর্ক থাকতে হবে।

অন্যদিকে, বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু দাবি করেন, নির্বাচন বানচাল করতে দেশে বিভিন্ন বিশৃঙ্খলা তৈরির চেষ্টা চলছে। তিনি বিশৃঙ্খলা বন্ধ করে সুষ্ঠু নির্বাচনের আহ্বান জানান।