কুমিল্লাশুক্রবার, ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নিউ ইয়র্ক থেকে দেশের পথে ড. মুহাম্মদ ইউনূস

প্রতিবেদক
Palash Khandakar
সেপ্টেম্বর ২৮, ২০২৪ ১১:৩৭ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশন এবং বিভিন্ন উচ্চ পর্যায়ের বৈঠক ও অনুষ্ঠানে যোগদান শেষে নিউ ইয়র্ক ত্যাগ করেছেন।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, ড. ইউনূস এবং তার সফরসঙ্গীদের বহনকারী কাতার এয়ারওয়েজের একটি বাণিজ্যিক ফ্লাইট ২৭ সেপ্টেম্বর, স্থানীয় সময় রাত ৯টা ৩০ মিনিটে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। ফ্লাইটটি ২৯ সেপ্টেম্বর, বাংলাদেশ সময় রাত ২টা ১৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।

শফিকুল আলম আরও উল্লেখ করেন, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে কোনো বাংলাদেশি সরকার প্রধানের এটি ছিল অন্যতম সফল সফর। ড. ইউনূস মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনসহ ১২টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধান এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। এছাড়া তিনি সাইডলাইনে ৪০টি উচ্চ পর্যায়ের বৈঠকে অংশগ্রহণ করেন।

এই সফরের মাধ্যমে আন্তর্জাতিক অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ককে আরও মজবুত করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ২৩ সেপ্টেম্বর ড. ইউনূস নিউ ইয়র্কে পৌঁছান এবং চারদিনের এই সফরে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেন।

সূত্র: বাসস।