কুমিল্লাশনিবার, ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

না ফেরার দেশে কুবি শিক্ষার্থী তিন্নি

প্রতিবেদক
Palash Khandakar
এপ্রিল ১৪, ২০২৫ ১০:১৬ অপরাহ্ণ
Link Copied!

আকাশ আল মামুন, কুবি:

রক্ত সংক্রমণ ও ফুসফুস জনিত রোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আইন বিভাগের ১৭তম আবর্তনের শিক্ষার্থী তিন্নি আক্তার। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার (১৪ এপ্রিল) আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।

জানা যায়, তিন্নি আক্তার কিছুদিন থেকে হার্টের সমস্যায় ভুগছিলেন। সেসময় চিকিৎসকের সরনাপন্ন হলে চিকিৎসকরা সে সময় তার হৃদরোগজনিত জটিলতার কথা জানান। কিন্তু আজ হঠাৎ অবস্থার অবনতি হলে তাঁকে মহাখালীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান, তাঁর ফুসফুস মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাৎক্ষণিক তাকে আইসিইউতে নেয়া হলেও সন্ধার দিকে তিনি মৃত্যুবরণ করেন।

এবিষয়ে আইন বিভাগের ১৬তম আবর্তনের শিক্ষার্থী ইয়াসিন পাঠান সৈকত বলেন, এর আগেও একবার পরীক্ষা চলাকালীন সময়ে তিন্নি অসুস্থ হয়ে পড়ে। সেসময়েও তাৎক্ষণিক তাকে হসপিটালে নেয়া হয়। কিন্তু অবস্থা এতোটা গুরুতর বলে সেসময় জানা যায়নি। আজ তার ছোট ভাই দুপুরে তিন্নির জন্য জরুরী ভিত্তিতে রক্ত লাগবে বলে আমাকে জানায়। এরপর সন্ধায় তিন্নি না ফেরার দেশে চলে যান বলে খবর পাই।

তিন্নির পরিবারের সাথে যোগাযোগ করলে তাঁর চাচাতো ভাই আফজাল হোসেন বলেন‚ ‘দীর্ঘ চার মাস যাবত জ্বরে ভূগছিলো তিন্নি। আমাদের লোকাল চিকিৎসা, কবিরাজি চিকিৎসা এবং নরসিংদী সদরের হসপিটাল থেকেও চিকিৎসা নেয়া হয়েছিলো। আজ সকাল ৭ টার দিকে অবস্থা বেগতিক দেখে তাঁকে রাজধানীর মেট্রোপলিটন হসপিটালে নিয়ে ‘আইসিইউ’তে ভর্তি করানো হয়। ডাক্তারদের সাথে কথা বলে জানা যায় যে তার ফুসফুসের সমস্যা ছিলো। মাগরিব নামাজের পর আনুমানিক সন্ধ্যা ৬ টার দিকে সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে।’

আইন বিভাগের বিভাগীয় প্রধান আলী মোরশেদ কাজেম বলেন, অসুস্থতার বিষয়টি বিভাগকে ঐভাবে জানানো হয়নি। তাই এতোদিন আমরাও সেভাবে জানতাম না। তবে এমন হৃদয়বিদারক সংবাদে আমরা শোকাহত এবং মর্মাহত। আমরা তাঁর রূহের মাগফিরাত কামনা করি এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার, বন্ধু ও সহপাঠীদের প্রতি গভীর সমবেদনা জানাই।

উল্লেখ্য, তার জানাজা দুপুরের আগেই হবে বলে জানা যায়। এখনো হসপিটাল থেকে রিলিজ হয়নি।