কুমিল্লাশুক্রবার, ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নারায়ণগঞ্জের ফতুল্লায় যাত্রীবাহী বাসে আগুন

প্রতিবেদক
Palash Khandakar
নভেম্বর ১৩, ২০২৩ ১১:০০ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:

নারায়ণগঞ্জের ফতুল্লার চাঁনমারী এলাকায় পার্কিং করা একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।খবর পেয়ে পুলিশ গিয়ে আগুন নেভায়।

রোববার দিবাগত রাত সাড়ে ১২টায় চাঁনমারী এলাকার লিংক রোডে অবস্থিত নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সামনে এ আগুন দেওয়ার ঘটনা ঘটে।

জানা গেছে, একটি মোটরসাইকেলে দুই যুবক এসে আল্লাহ ভরসা পরিবহণ নামের বাসটিতে অগ্নিসংযোগ করে দ্রুত পালিয়ে যায়।খবর পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ঘটনাস্থলে এসে আগুন নেভায়।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (অপারেশন) মাসুদ রানা জানান, সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি আল্লাহ ভরসা বাসে (ঢাকা মেট্রো ল ১৪-১৬৮৬) মোটরসাইকেলে এসে অজ্ঞাত দুই যুবক অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। জড়িতদের খুঁজে বের করতে কাজ শুরু হয়েছে।