আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি: নানা কর্মসূচির মাধ্যমে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে পালন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় পরিবার।
মঙ্গলবার (১৫ আগস্ট) কালো ব্যাজ ধারণ করে র্যালির মাধ্যমে দিনটি পালন শুরু হয়।
র্যালি শেষে বিশ্ববিদ্যালয়ের পরিবারের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. হুমায়ুন কবির, ট্রেজারার অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান, শোক দিবস পালন কমিটির কেন্দ্রীয় আহ্বায়ক অধ্যাপক ড. আহসান উল্লাহ পুষ্পস্তবক অর্পণ করে। পুষ্পস্তবক অর্পণ শেষে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ৪১১ নম্বর রুমে আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন। আলোচনা সভা শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বঙ্গবন্ধু ও তার পরিবারের জন্য দোয়ার আয়োজন করা হয়।
এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।