নাঙ্গলকোট প্রতিনিধি:
কুমিল্লার নাঙ্গলকোট আফছারুল উলুম কামিল মাদ্রাসায় ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ছাত্র ছাত্রীদের সবক প্রদান ও নবীন বরন অনুষ্ঠান মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
২১সেপ্টেম্বর রবিবার সকালে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আলিম প্রথম বর্ষের শিক্ষার্থীদের বরন করে নেয়ার পাশাপাশি পুরস্কার বিতরণ, দোয়া ও সবক প্রদান করা হয়েছে।
নাঙ্গলকোট আফছারুল উলুম কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা নুরুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি ও ন্যাশনাল ব্যাংকের ম্যানেজার(অপারেশন) অহিদুর রহমান খোকন।
সহকারী অধ্যাপক মাওলানা মাসউদুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মওলানা এএমএম আব্দুল কাদের,সাবেক সহসভাপতি একেএম মনিরুজ্জামান খান,অভিভাবক সদস্য ও মনোয়ারা মাহমুদা বালিকা মাদ্রাসার সহসুপার মাওলানা রাশেদুজ্জামান,সাবেক অভিভাবক সদস্য শাহ্ আলম মজুমদার, অভিভাবক সদস্য ইউনুস মিয়া নোমান,অহিদুর রহমান, সহকারী অধ্যাপক মাওলানা সৈয়দ আবদুল মালেক,ডা.ইসহাক ফারুকী, মাওলানা কাউসার আলম, জহিরুল ইসলাম মাওলানা মহি উদ্দিন, প্রভাষক জামাল হোসেন, সাংবাদিক ত্বোহা হাসান ভূঁইয়া স্বাধীন, আব্দুল কাইয়ূম,দ্বীন মোহাম্মদ, নঈম পাটোয়ারী, সেলিম জাহাঙ্গীর ও নাসির উদ্দিন প্রমুখ।
এসময় আলিম প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদেরকে ফুলদিয়ে বরন করে নেয়া হয়, সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার হিসেবে বই ও ক্রেস্ট প্রদান করা হয়েছে। সবক প্রদান করেন মাওলানা আলহাজ্ব এএমএম আব্দুল কাদের এবং দোয়া মুনাজাত পরিচালনা করেন মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা নুরুল আমিন।