কুমিল্লামঙ্গলবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

‎নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভা বিএনপি দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

প্রতিবেদক
Palash Khandakar
সেপ্টেম্বর ২০, ২০২৫ ৯:১৫ অপরাহ্ণ
Link Copied!

‎‎নাঙ্গলকোট প্রতিনিধি:

‎বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভা দ্বিবার্ষিক সম্মেলন শনিবার দিনব্যাপী নাঙ্গলকোট হেলিপ্যাড মাঠে অনুষ্ঠিত হয়েছে।

‎কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক ও নাঙ্গলকোট উপজেলা আহ্বায়ক আলহাজ্ব নজির আহমেদ ভূঁইয়া’র সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় বিএনপি সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, সম্মেলন উদ্বোধন করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন।

‎বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি সদস্য সচিব ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, যুগ্ম আহ্বায়ক আমিরুজ্জামান আমির, কুমিল্লা মহানগর বিএনপি আহ্বায়ক উৎবাতুল বারি আবু, সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভূঁইয়া, সদর দক্ষিণ বিএনপি সাধারণ সম্পাদক মাহবুব আলম চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল সাবেক সহ-সভাপতি শোয়াইব খন্দকার, কুমিল্লা দক্ষিণ জেলা কৃষকদল আহ্বায়ক মোস্তফা জামান, মনোহরগঞ্জ উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক সরওয়ার জাহান দোলন, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম ভূঁইয়া স্বপন।

‎অনুষ্ঠান শেষে নাঙ্গলকোট উপজেলা বিএনপি দ্বিবার্ষিক সম্মেলনে জোড্ডা পশ্চিম ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান আলী আক্কাস-কে সভাপতি, মৌকরা ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান কলিমুল্লাহ-কে সাধারণ সম্পাদক, নাঙ্গলকোট উপজেলা বিএনপি সদস্য মিজানুর রহমান মজুমদার ও পেরিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি আবু সায়েম মজুমদার শিপু-কে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়। নাঙ্গলকোট পৌরসভা বিএনপি কমিটিতে নাঙ্গলকোট উপজেলা বিএনপি সাবেক সদস্য সচিব আনোয়ার হোসেন নয়ন-কে আহ্বায়ক ও ডাঃ বাহার-কে সাধারণ সম্পাদক, নাঙ্গলকোট পৌরসভা বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুস সাত্তার ও লোকমান হোসেন-কে সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত করা হয়।