কুমিল্লাসোমবার, ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নাঙ্গলকোটে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

প্রতিবেদক
Palash Khandakar
সেপ্টেম্বর ১১, ২০২৫ ২:১৮ অপরাহ্ণ
Link Copied!

রাশেদ হোসাইন, নাঙ্গলকোট:

কুমিল্লার নাঙ্গলকোটে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে উভয় আরোহীরই মৃত্যু হয়েছে।

পৌরসভার মডেল মহিলা কলেজের সামনে খিলা-নাঙ্গলকোট সড়কে বুধবার ১০সেপ্টেম্বর রাত ১০টার দিকেএ ভয়ংকর দূর্ঘটনা ঘটে।

জানাযায়, বুধবার রাত দশটার দিকে খিলা বাজারের স্বর্ণ ব্যবসায়ী ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মৌকরা ইউনিয়নের কেশতলা গ্রামের আহসান হাবীব (৪৫) খিলা থেকে নাঙ্গলকোট আসার পথে ও নাঙ্গলকোট আফছারুল উলুম কামিল মাদ্রাসার আলীম ২য় বর্ষের ছাত্র পেরিয়া গ্রামের হাফেজ আরিফুর রহমান নয়ন (১৮) নাঙ্গলকোট থেকে হেসাখাল যাওয়ার পথে স্থানীয় মডেল মহিলা কলেজের সামনের সড়কে দ্রুত গতির দু’টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে দুই আরোহী গুরুতর আহত হয়।

আহত হাফেজ নয়নকে প্রথমে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে মৃত্যু বরণ করে।অপর দিকে স্বর্ণ ব্যাবসায়ী আহসান হাবীবকে(৪৫) প্রথমে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লা টাওয়ার হাসপাতালে ভর্তি করালে রাত বারোটার দিকে মৃত্যু বরন করে।
দু’জনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

এব্যাপারে নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে ফজলুল হক বলেন সড়ক দূর্ঘটনায় উভয় আরোহীর মৃত্যুর খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে পেয়েছি কিন্তু কেউ এব্যাপারে থানায় কোনো অভিযোগ করেনি।