কুমিল্লারবিবার, ২৭শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নাঙ্গলকোটে ইসলামি ছাত্র শিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রতিবেদক
Palash Khandakar
জুলাই ২৬, ২০২৫ ৬:২১ অপরাহ্ণ
Link Copied!

নাঙ্গলকোট প্রতিনিধি :

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় এসএসসি/দাখিল পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির।
শনিবার সকাল দশটায় নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল সরকারি কলেজ অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা ছাত্র শিবিরের সভাপতি মো:সেলিম উদ্দিন ভূইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ ইয়াছিন আরাফাত ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির কুমিল্লা দক্ষিণ জেলা সভাপতি মহিউদ্দিন রনি।

ছাত্রশিবির নাঙ্গলকোট উপজেলা দক্ষিণ সভাপতি সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নাঙ্গলকোট উপজেলা আমির মাওঃ জমাল উদ্দিন, ছাত্রশিবির কুমিল্লা দক্ষিণ জেলা প্রচার সম্পাদক নুরুল ইসলাম মোল্লা, জেলা অর্থ সম্পাদক ইব্রাহীম খলীল আজাদ, সাবেক নরসিংদী জেলা অফিস সম্পাদক মাওঃ আবুল হাসেম মোল্লা, নাঙ্গলকোট উপজেলা উত্তর সভাপতি মু,রাকিবুল ইসলাম, সদর সেক্রেটারী নেছার উদ্দিন, উত্তর সেক্রেটারী ইখতিয়ার ইসলাম প্রমুখ।

এ সময় নাঙ্গলকোট উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান সমূহ থেকে এবছর এসএসসি/দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত ১২০জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়। কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট ও ফুল দিয়ে সংবর্ধিত করা হয়।।