নাঙ্গলকোট প্রতিনিধি :
কুমিল্লার নাঙ্গলকোটে ইক্বরা শিক্ষা বৃত্তি পরীক্ষা-২৫ শুক্রবার ও শনিবার দুইদিন ব্যাপি উপজেলার শ্রিফলিয়া হাইস্কুল ও ঢালুয়া হাইস্কুল ভেন্যুতে অনুষ্ঠিত হয়েছে।নাঙ্গলকোটের সকল প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণি থেকে দশম শ্রেণির মেধাবী ও বাছাইকৃত প্রায় ১হাজার শিক্ষার্থী এ বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেয়েছে।
গত ১৯সেপ্টেম্বর শুক্রবার সকাল ১০.০০টা থেকে দুপুর ১২.০০টা পর্যন্ত ৪র্থ,পঞ্চম ও ষষ্ঠ শ্রেণির প্রায় ৬শ ছাত্র ছাত্রী এবং ২০সেপ্টম্বর শনিবার একই সময়ে সপ্তম,অষ্টম, নবম ও দশম শ্রেণির প্রায় ৪শ ছাত্র ছাত্রী এ বৃত্তি পরীক্ষার প্রতিযোগিতায় অংশ নেন।
ঢালুয়া হাইস্কুল ভেন্যুর প্রধান কো-অর্ডিনেটর আফজাল হোসাইন মিয়াজী বলেন – ইক্বরা শিক্ষা বৃত্তি শিক্ষার্থীদের মেধা বিকাশে কাজ করে যাবে এ প্রত্যয় ব্যাক্ত করে তিনি বলেন এটি অন্যান্য পরীক্ষা থেকে সম্পূর্ণ ব্যাতিক্রম হওয়ায় ছাত্র ছাত্রীরা এতে নিজেদের প্রকৃত মেধা যাচাইয়ের সুযোগ পায়।
ইক্বরা শিক্ষা বৃত্তি’র পরিচালক আফতাব হোসেন তানভির ভূঁইয়া জানান- “২০২২সাল থেকে প্রতি বছর এ বৃত্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হয়ে আসছে,এ পর্যন্ত এতে প্রায় ২০০শিক্ষার্থীকে বৃত্তির পুরস্কার হিসেবে নগদ অর্থ, সনদ ও শিক্ষা – সামগ্রী প্রদান করা হয়েছে। এবং আগামী বছর থেকে আরো বড় পরিসরে পরীক্ষা নেয়ার পরিকল্পনা রয়েছে।
সবশেষে তিনি ইক্বরা শিক্ষা বৃত্তি পরীক্ষার আয়োজনের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্র ছাত্রীদেরকে বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।।