ডেস্ক রিপোর্ট:
বিশ্বজুড়ে বহুমূল্যবান ধাতু স্বর্ণের দাম ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। সম্প্রতি আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বাজার সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে স্বর্ণের দাম নতুন রেকর্ডে পৌঁছেছে।
দুবাই জুয়েলারি গ্রুপের বরাত দিয়ে খালিজ টাইমসে প্রকাশিত খবর অনুযায়ী, আজ বৃহস্পতিবার বাজার খোলার সময় ২৪ ক্যারেট স্বর্ণের দাম গ্রামপ্রতি ৩২৪.২৫ দিরহামে পৌঁছেছে, যা গতকাল বুধবারের বাজার বন্ধের সময় ছিল ৩২৩.৭৫ দিরহাম।
এছাড়াও ২২ ক্যারেট স্বর্ণের দাম গ্রামপ্রতি ৩০০.২৫ দিরহামে উঠেছে, যা শূন্য দশমিক ৫০ দিরহাম বেড়েছে। একইভাবে, ২২ ক্যারেট ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম গ্রামপ্রতি যথাক্রমে ২৯০.৭৫ এবং ২৪৯.২৫ দিরহাম হয়ে গেছে।
বিশ্ববাজারে স্বর্ণের দাম প্রতি আউন্স ২,৬৭৮.৫৮ ডলারে পৌঁছেছে, যা সকাল ৯টা ১০ মিনিটে (সংযুক্ত আরব আমিরাতের সময়) শূন্য দশমিক ১৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
বাজার বিশ্লেষকদের মতে, মার্কিন অর্থনীতির অনিশ্চিত পরিস্থিতি স্বর্ণের দাম বাড়িয়ে তুলছে।