কুমিল্লাবুধবার, ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নতুন প্রেমিকের সঙ্গে তৃপ্তি দিমরি, তিনি কে?

প্রতিবেদক
Palash Khandakar
ডিসেম্বর ২, ২০২৪ ১১:০০ পূর্বাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

তৃপ্তি দিমরি ও তার ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা বলিউডে নতুন কিছু নয়। সম্প্রতি রণবীর কাপুরের সঙ্গে “অ্যানিমেল” ছবিতে কাজ করার পর থেকেই তিনি চর্চার কেন্দ্রবিন্দুতে। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানা গেছে, অভিনেত্রীকে রোববার মুম্বাইয়ের রাস্তায় তার চর্চিত প্রেমিক, ব্যবসায়ী স্যাম মার্চেন্টের সঙ্গে দেখা গেছে। পাপারাজ্জিদের ক্যামেরা দেখে মুখ ঢাকার চেষ্টা করলেও তৃপ্তি ছিলেন নজরে।

কিছুদিন আগেই তৃপ্তির প্রেম নিয়ে গুঞ্জন শুরু হয়। আনুশকা শর্মার ভাই কর্নেশ শর্মার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের বিচ্ছেদের পর তিনি স্যামের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন বলে ধারণা করা হচ্ছে। রোববার সন্ধ্যায় স্যামের বাইকের পেছনে তৃপ্তিকে দেখা যায়। তার পরনে ছিল সাদা টপ ও নীল প্যান্ট, আর মুখ ঢেকে রেখেছিলেন কালো মাস্কে। তাতেও ক্যামেরা এড়ানো সম্ভব হয়নি।

এর আগে ২০২২ সালের ডিসেম্বরে কর্নেশ শর্মার সঙ্গে তৃপ্তির বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসে। এরপর থেকেই স্যাম মার্চেন্টের সঙ্গে তার সম্পর্ক নিয়ে জল্পনা শুরু হয়। স্যাম, যিনি একজন ব্যবসায়ী, তৃপ্তির কাজের প্রশংসা করে সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছেন। ‘ব্যাড নিউজ’ ছবির রিভিউ থেকে শুরু করে ‘তওবা তওবা’ গানের পারফরম্যান্স নিয়ে তার প্রশংসা ছিল স্পষ্ট।

এদিকে, পেশাগত জীবনে তৃপ্তি এখন সাফল্যের মুখ দেখছেন। “ভুলভুলাইয়া ৩”-এ কার্তিক আরিয়ানের বিপরীতে অভিনয়ের পর তিনি ব্যস্ত আছেন ধর্মা প্রোডাকশনের “ধড়ক ২”-এর শুটিংয়ে। তবে তার ব্যক্তিগত জীবন নিয়ে জল্পনা যেন থামছেই না।

পাপারাজ্জিদের উপস্থিতিতে অস্বস্তি প্রকাশ করলেও তৃপ্তি বিষয়টি নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। এখন দেখার বিষয়, স্যামের সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন কতটা সত্যি, আর তৃপ্তি এই বিষয়ে কবে মুখ খুলবেন।