কুমিল্লাবৃহস্পতিবার, ১৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

‘দ্য বেস্ট’ জেতায় ভিনিসিউস জুনিয়রকে নেইমারের বিশেষ বার্তা

প্রতিবেদক
Palash Khandakar
ডিসেম্বর ১৮, ২০২৪ ৮:১০ অপরাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

প্রথমবারের মতো ফিফার বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার ‘দ্য বেস্ট’ জিতেছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিউস জুনিয়র। কাতারের দোহায় আয়োজিত অনুষ্ঠানে গতকাল মঙ্গলবার রাতের দিকে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ভিনিসিউসের হাতে এই পুরস্কার তুলে দেন। দেশীয় সতীর্থ নেইমার জুনিয়র বিশেষভাবে শুভেচ্ছা জানিয়েছেন ভিনিসিউসের এই অর্জনে।

নেইমার তার ইনস্টাগ্রাম স্টোরিতে ভিনিসিউসকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, “অভিনন্দন ভিনি। তুমি-ই এর (ফিফার দ্য বেস্ট পুরস্কার) প্রাপ্য। তোমার জন্য খুব খুশি আমি। উড়ে চলতে থাকো এভাবেই।”

গত মৌসুমে রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়নস লিগ এবং লা লিগা জিতাতে বড় ভূমিকা পালন করেন ভিনিসিউস। তার এই অর্জন স্বীকৃতির প্রতিফলন হিসেবেই তাকে এই পুরস্কার দেওয়া হয়। এর আগে, ফ্রান্স ফুটবল কর্তৃক বর্ষসেরার পুরস্কার ব্যালন ডি’অরেও তিনি বড় দাবিদার ছিলেন, তবে তাকে হারিয়ে এই পুরস্কার জিতেছেন ম্যানচেস্টার সিটির স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি।

ভিনিসিউস গত মৌসুমে রিয়ালের হয়ে ৩৯ ম্যাচ খেলে ২৪ গোল করেন এবং সতীর্থদের দিয়ে ১১টি গোল করান। ফিফা দ্য বেস্ট পুরস্কার জয়ের পথে ভিনিসিউসকে হারাতে সক্ষম হন তার রিয়াল সতীর্থ জুড বেলিংহ্যাম, তবে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ম্যানসিটির স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি। রদ্রি ৪৩ পয়েন্ট এবং বেলিংহ্যাম ৩৭ পয়েন্ট পেয়েছেন, অন্যদিকে সর্বোচ্চ ৪৮ পয়েন্ট নিয়ে পুরস্কার জিতেছেন ভিনিসিউস।