কুমিল্লাসোমবার, ৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দেশে প্রবাসী আয়ে রেকর্ড, মার্চ মাসে এল ৩ বিলিয়ন ডলারের বেশি

প্রতিবেদক
Palash Khandakar
এপ্রিল ৬, ২০২৫ ৪:১৬ অপরাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

দেশের ইতিহাসে প্রথমবারের মতো এক মাসে রেমিট্যান্সের প্রবাহ তিন বিলিয়ন ডলার অতিক্রম করেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত মার্চ মাসে প্রবাসী বাংলাদেশিরা রেকর্ড পরিমাণ ৩০০ কোটি ডলার পাঠিয়েছেন। রোববার (৬ এপ্রিল) কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

এর আগে ডিসেম্বর মাসে রেমিট্যান্স আসে ২৬৪ কোটি ডলার। চলতি ২০২৩-২৪ অর্থবছরে মাসওয়ারি রেমিট্যান্সের হিসাব দেখলে জুলাইতে এসেছে ১৯১.৩৭৭ কোটি ডলার, আগস্টে ২২২.১৩২ কোটি ডলার, সেপ্টেম্বরে ২৪০.৪১ কোটি ডলার, অক্টোবরে ২৩৯.৫০ কোটি ডলার, নভেম্বরে ২২০ কোটি ডলার, ডিসেম্বরে ২৬৪ কোটি ডলার, জানুয়ারিতে ২১৯ কোটি ডলার এবং ফেব্রুয়ারিতে ২৫৩ কোটি ডলার রেমিট্যান্স প্রবাহিত হয়েছে।

উল্লেখ্য, করোনা মহামারির সময় ২০২০ সালের জুলাই মাসে ২৫৯ কোটি ডলার রেমিট্যান্স এসে রেকর্ড সৃষ্টি করেছিল। ২০২৪ সালের ডিসেম্বরে তা ভেঙে যায় যখন ২৬৪ কোটি ডলার রেমিট্যান্স আসে। এবার মার্চ মাসে প্রথমবারের মতো তিন বিলিয়ন ডলারের মাইলফলক স্পর্শ করে রেমিট্যান্স খাতে নতুন ইতিহাস রচিত হলো।