কুমিল্লাবৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দেশীয় অস্ত্র দিয়ে কৃষককে কুপিয়ে হত্যা

প্রতিবেদক
CUMILLA PRESS
ফেব্রুয়ারি ১৯, ২০২৩ ১০:৪২ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট : কুষ্টিয়ার মিরপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে আব্দুল মান্নান (৫০) নামের এক কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
শনিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের কচুয়াদহ গ্রামে এই ঘটনা ঘটে।

মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত মান্নান কুষ্টিয়া সদর উপজেলার বারখাদা গ্রামের মক্কেল আলীর ছেলে। তিনি কচুয়াদহ গ্রামে শ্বশুর কলম জোয়ার্দারের বাড়িতে থাকতেন এবং কৃষি কাজ করতেন। অভিযুক্ত ফিরোজ কচুয়াদহ গ্রামের আমির হোসেনের ছেলে। তিনিও একজন কৃষক। ঘটনার পর থেকে ফিরোজ পলাতক রয়েছেন।

পুলিশ, নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে কচুয়াদহ গ্রামে জমির সীমানা ও জমিতে পানি যাওয়াকে কেন্দ্র করে ফিরোজ ও মান্নানের মধ্যে বাকবিতণ্ডা হয়। এ সময় ফিরোজ হাসুয়া (দেশীয় অস্ত্র) দিয়ে মান্নানকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে।

মিরপুর থানা পুলিশের ওসি রাশেদুল আলম বলেন, জমিতে পানি যাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় একজন কৃষক নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তবে এখনো মামলা হয়নি। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।