কুমিল্লাবৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দেয়ালে টাঙানো কলার দাম ৭৫ কোটি টাকা!

প্রতিবেদক
Palash Khandakar
নভেম্বর ২১, ২০২৪ ৬:১১ অপরাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

দেয়ালে টাঙানো একটি কলার ধারণাগত শিল্প (কনসেপচুয়াল আর্ট) সম্প্রতি নিউ ইয়র্কে নিলামে ৬২ লাখ ডলারে বিক্রি হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৫ কোটি টাকা। তবে এটি কোনো সোনার কলা নয়; এটি সাধারণ একটি খাওয়ার কলা, যেটি দেয়ালে নালী টেপ দিয়ে আটকানো হয়েছিল।

স্থানীয় সময় বুধবার (২০ নভেম্বর) নিউ ইয়র্কে সদেবিজের নিলামে ইতালীয় শিল্পী মাউরিজিও ক্যাটেলানের তৈরি এই শিল্পকর্মটি বিক্রি হয়। শিল্পকর্মটি কিনে নেন চীনা ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্ম ট্রনের প্রতিষ্ঠাতা জাস্টিন সান। ক্যাটেলান, যিনি ব্যঙ্গাত্মক ও বিতর্কিত কাজের জন্য পরিচিত, ২০১৯ সালে ‘কমেডিয়ান’ নামের এই শিল্পকর্মটি প্রথম উপস্থাপন করেছিলেন। সেই সময় এটি ব্যাপক আলোচনার জন্ম দেয় এবং ভিড় সামলাতে প্রদর্শনী বন্ধ করে দিতে হয়েছিল।

প্রদর্শনীতে এই শিল্পকর্মের সব কটি সংস্করণ বিক্রি হয়। দুটি সংস্করণ ১ লাখ ২০ হাজার ডলারে বিক্রি হয়, এবং তৃতীয় সংস্করণটি আরও বেশি দামে বিক্রি হওয়ার পর নিউ ইয়র্কের গুগেনহাইম মিউজিয়ামে দান করা হয়।

পাঁচ বছর পর আবার নিলামে তোলা হয় ‘কমেডিয়ান’ নামের এই শিল্পকর্ম। জানা যায়, এবার নিলামে ব্যবহৃত কলাটি আগের দিন ম্যানহাটনের আপার ইস্ট সাইডের একটি বাংলাদেশি পরিচালিত ফলের দোকান থেকে মাত্র ৩৫ সেন্টে কেনা হয়েছিল। দোকানদার জানতেন না, তার দোকানের একটি কলা এত বিশাল দামে বিক্রি হবে।

কলাটি কেনার পর জাস্টিন সান বলেন, এটি শুধু একটি শিল্পকর্ম নয়, বরং এটি একটি সাংস্কৃতিক প্রতীক, যা শিল্প, মিম এবং ক্রিপ্টোকারেন্সি সম্প্রদায়ের মধ্যে সেতুবন্ধন তৈরি করে। তার মতে, এই শিল্প ভবিষ্যতে আরও আলোচনার জন্ম দেবে এবং ইতিহাসের অংশ হয়ে উঠবে। তিনি ইঙ্গিত দেন, শিল্পের আগে যেমন কয়েকজন কলাটি খেয়েছিলেন, তিনিও সেটি খেতে পারেন।

ক্যাটেলানের আরও সাহসী কাজের মধ্যে রয়েছে একটি সোনার টয়লেট এবং উল্কাপিণ্ডের আঘাতে আহত পোপের একটি ভাস্কর্য।