কুমিল্লাশনিবার, ৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দেবীদ্বারে ফ্যানের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল কিশোরের

প্রতিবেদক
Palash Khandakar
অক্টোবর ২৩, ২০২৫ ২:০২ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার দেবীদ্বারে ফ্যানের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পর্শে তুহিন (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার (২২ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে দেবীদ্বার পৌর এলাকার ছোট আলমপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাজমিস্ত্রি ফারুক হোসেনের মেজো ছেলে। সে দেবীদ্বার সদর এলাকার কালাচান মার্কেটের আমীর হোসেনের ‘সূতা ঘর’ নামের দোকানে কর্মচারী হিসেবে কাজ করত।

পরিবার সূত্রে জানা যায়, বুধবার রাতে দোকান বন্ধ করে তুহিন বাড়িতে ফিরে বন্ধুদের সঙ্গে ব্যাডমিন্টন খেলতে যায়। পরে রাতের খাবার খেয়ে নিজ ঘরে ঘুমাতে গেলে দেখে ঘরের ফ্যান কাজ করছে না। ফ্যানের সুইচ অন করার পরও না ঘুরলে সংযোগ পরীক্ষা করতে গিয়ে টিনের চালার সঙ্গে আর্থিং হওয়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয় সে। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তুহিনের বাবা ফারুক হোসেন বলেন, ‘ছেলেটা ফ্যানের তার ঠিক করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। আমরা হাসপাতালে নেওয়ার পর ডাক্তার জানান, সে আর বেঁচে নেই।’

দেবীদ্বার থানার ওসি মো. মঈনুদ্দিন বলেন, ‘ঘটনার খবর পেয়ে আমরা নিহতের বাড়ি পরিদর্শন করি। পরিবারের কোনো অভিযোগ না থাকায় এবং স্থানীয়দের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে।