কুমিল্লাবৃহস্পতিবার, ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দেবীদ্বারে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ২ নেতা আটক

প্রতিবেদক
Palash Khandakar
মে ১৫, ২০২৫ ৬:১৭ অপরাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

দেবীদ্বারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রুবেল হত্যা মামলায় অভিযুক্ত নিষিদ্ধ সংগঠন ছাত্র লীগের দুই নেতাকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৪ মে) রাতে পুলিশ উপজেলার ধলাহাস গ্রামের নিজ বাড়ি থেকে মো. জোবায়ের হোসেন(১৯) ও ফয়সাল আহমেদ(২০)কে আটক করে। বৃহস্পতিবার দুপুরে তাদের কুমিল্লা আদালতে পাঠানো হয়।

আটক জোবায়ের উপজেলার ৯ নং গুনাইঘর উত্তর ইউনিয়ন’র ধলাহাস গ্রামের মধ্যপাড়ার মো. শাহজালালের ছেলে এবং ফয়সাল ফারুক মিয়ার ছেলে।

জোবায়ের ছাত্রলীগ গুনাইঘর উত্তর ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক এবং ফয়সাল সহ-সভাপতি ছিলেন।

স্থানীয়রা জানায়, গত বছরের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হয়ে সেচ্ছাসেবক দলেন নেতা আব্দুর রাজ্জাক রুবেল নিহত হন।

দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ জানায়, গত বছরের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে জোবায়ের ও ফয়সাল রুবের হত্যাকাণ্ডের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। ওই দিনের ভিডিও ফুটেজ ও স্থির চিত্র দেখে তাদের শনাক্ত করে আটক করা হয়।