কুমিল্লাশুক্রবার, ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দেবীদ্বারে ছাব্বির হত্যা মামলায় যুবলীগ নেতা পাভেল গ্রেপ্তার

প্রতিবেদক
Palash Khandakar
মে ১৩, ২০২৫ ৬:০৯ অপরাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত ছাব্বির হত্যা মামলার আসামি যুবলীগ নেতা পাভেল সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাভেল গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ।

সোমবার (১২ মে) দিবাগত রাত ২টায় দেবীদ্বার থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বক্রিকান্দি নিজ গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (১৩ মে) দুপুরে কুমিল্লা কোট হাজতে চালান করা হয়।

মো. পাভেল সরকার (৩৭) উপজেলার ভানী ইউনিয়নের বক্রিকান্দি গ্রামের সরকার বাড়ির মো. ওয়াদুদ সরকারের ছেলে এবং ভানী ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ছিলেন। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত ছাব্বির হত্যা মামলার তালিকাভুক্ত আসামি।

গত বছরের ৫ আগস্ট স্বৈরাচার হাসিনা সরকারের পতনের পর উল্লসিত জনতা দেবীদ্বার থানা ঘেরাওকালে সাব্বির মাথায় গুলিবিদ্ধ হন। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ১ মাস ৮ দিন চিকিৎসা নিয়ে গত ১৩ আগস্ট বাড়ি ফেরার পরদিন ১৪ আগস্ট সকাল ৯টায় সাব্বির মারা যায়।

নিহত আমিনুল ইসলাম ছাব্বির (১৭) দেবীদ্বার পৌর এলাকার মৃত আলমগীর হোসেনের ছেলে। সে পার্শ্ববর্তী মরিচাকান্দা জিয়া স্মৃতি আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। লেখা পড়ার পাশাপাশি ছাব্বির ভ্যান চালিয়ে সংসার চালাত। তার বাবার বাড়ি মুরাদনগর উপজেলার কাজিয়াতল গ্রামে।

বাবার মৃত্যুর পর মা রিনা আক্তার সাব্বিরের দুই ভাই এক বোন নিয়ে দেবীদ্বার পৌর এলাকার ভিংলাবাড়ী গ্রামে তার বাবার বাড়িতে বসবাস করতেন।

গত ৮ সেপ্টেম্বর সাব্বিরের মামা নাজমুল হাসান বাদী হয়ে সাবেক এমপি আবুল কালাম আজাদসহ ৯৯ জনকে এজহারভুক্ত ও অজ্ঞাতনামা ৬০/৭০জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। ওই মামলা তদন্তকালে ভিডিও ফুটেজ ও স্থির চিত্র দেখে তাকে গ্রেপ্তার করা হয়।

দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকতা শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মো. পাভেল সরকারকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। দুপুরে তাকে কুমিল্লার আদালতে পাঠানো হয়েছে।