কুমিল্লারবিবার, ৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দেবীদ্বারে গোসল করতে পুকুরে নেমে মাদরাসাছাত্রের মৃত্যু

প্রতিবেদক
Palash Khandakar
অক্টোবর ২, ২০২৫ ৭:৪৩ অপরাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:


কুমিল্লার দেবীদ্বারে গোসল করতে পুকুরে নেমে ইয়ামিন হোসাইন (৭) নামে এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার (১ অক্টোবর) দুপুরে উপজেলার রাজামেহার ইউনিয়নের গাংটিয়ারা গ্রামের মাদরাসার পুকুরে গোসল করতে নেমে এ ঘটনা ঘটে।

নিহত ইয়ামিন হোসাইন উপজেলার গাংটিয়ারা গ্রামের মৌদী প্রবাসী হেলাল উদ্দিন পাঠানের একমাত্র পুত্র এবং স্থানীয় একটি মাদরাসার শিক্ষার্থী।

এদিকে একমাত্র সন্তানের জানাজায় অংশ নিতে বৃহস্পতিবার (২ অক্টোবর) সন্ধ্যায় সৌদি আরব থেকে বাড়িতে এসেছেন প্রবাসী বাবা হেলাল উদ্দিন পাঠান।

আজ বাদ এশায় জানাজা হওয়ার কথা রয়েছে।

স্থানীয়রা জানান, গতকাল বুধবার দুপুরে উপজেলার রাজামেহার ইউনিয়নের গাংটিয়ারা গ্রামের একটি মাদরাসার পুকুরে গোসল করতে নেমে ইয়ামিন হোসাইন (৭) নিখোঁজ হয়। নিখোঁজের পর মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বিকাল ৪টায় পুকুরে জাল ফেলে ইয়ামিনকে উদ্ধার করে উপজেলার মাধাইয়া বাজারের একটি প্রাইভেট হাসপাতালে নেওয়া হয়।

সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ইয়ামিনের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে।
এ বিষয়ে নিহতের মামা আবুল কালাম আজাদ বলেন, আমাদের একমাত্র ভাগিনার মৃত্যুতে শোকে স্তব্ধ হয়ে পড়েছে পুরো পরিবার। ইয়ামিনের বাবাও একমাত্র ছেলেকে শেষবারের মতো দেখতে বৃহস্পতিবার সন্ধ্যায় দেশে ফিরছেন। রাতে ইয়ামিনের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হবে।

এ বিষয়ে দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ বলেন, পানিতে ডুবে কেউ মারা গেছে এমন তথ্য এখনো পাইনি। সংবাদ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।