কুমিল্লাবৃহস্পতিবার, ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দেবিদ্বারে হত্যা মামলায় স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেপ্তার

প্রতিবেদক
Palash Khandakar
মে ২৪, ২০২৫ ৭:৫২ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার দেবিদ্বারে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের ওপর হামলা ও হত্যা মামলায় আব্দুর রাজ্জাক নামের এক স্বেচ্ছাসেবকলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার রাত দেড়টায় দেবিদ্বার পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ড বানিয়াপাড়া থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আব্দুর রাজ্জাক (৩৮) দেবিদ্বার পৌর এলাকার বানিয়াপাড়া গ্রামের মৃত জয়নাল আবেদিনের ছেলে। তিনি দেবিদ্বার পৌর স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক।

জানা যায়, গত বছরের ৪ আগস্টে সরকার পতনের আন্দোলনে শিক্ষার্থীদের ওপর আওয়ামী সন্ত্রাসী বাহিনীর হামলায় স্বেচ্ছাসেবকদল নেতা আব্দুর রাজ্জাক রুবেল হত্যার সঙ্গে তিনি জড়িত ছিলেন। এ ছাড়া শিক্ষার্থীদের ওপরও হামলা করেন তিনি।

দেবিদ্বার থানার ওসি শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াস জানান, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে দেবিদ্বার পৌর এলাকার বানিয়াপাড়ার রাজ্জাকের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার নামে রুবেল হত্যাসহ শিক্ষার্থীদের ওপর হামলার মামলা রয়েছে।