ডেস্ক রিপোর্ট:
কুমিল্লার দেবিদ্বারে সাপের কামড়ে মোঃ মামুনুর রশিদ(৪৭) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত রাত ৩টায় উপজেলার সুবিল ইউনিয়নের শিবনগর গ্রামে এ ঘটনা ঘটে। সে শিবনগর গ্রমের উত্তর পারার মন্তাজ মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সুবিল ইউনিয়নের শিবনগর গ্রামে মোঃ মামুনুর রশিদ পেশায় একজন কৃষক। সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তিনি তার অসুস্থ গরুকে দেখতে গোয়াল ঘরে যান। ওই সময় তাকে একটি বিষধর সাপে কামড় দিলে ঘরে চলে আসেন। তবে সাপে কামড়ের বিষয়টি পরিবারের সদস্যদের না জানিয়ে ঘুমাতে যান। রাত ১টায় তিনি অসুস্থ হয়ে পড়লে বিষয়টি পরিবারের সদস্যদের জানান। পরে স্থানীয় এক ওঝাকে এনে ঝাড়ফুঁক করার এক পর্যায়ে তিনি খুবই অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে দ্রুত দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মামুনুর রশিদকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে নিহত মামুনুর রশিদের ছোট ভাইয়ের স্ত্রী সেলিনা আক্তার জানান, মামুনুর রশিদের দুই মেয়ে ও স্ত্রী রয়েছে। বড় মেয়েকে বিবাহ দিয়েছে। সাপে কামড়ের বিষয়টি তিনি আমাদের জানান নাই। রাতে তিনি প্রচন্ড মাথা ব্যাথায় অসুস্থ হয়ে পড়লে বিষয়টি খুলে বলেন। পরে স্থানীয় এক ওঝাকে এনে ঝাড়ফুঁক করার এক পর্যায়ে তিনি খুবই অসুস্থ হয়ে যায়।
এ ব্যাপারে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মোঃ ইব্রাগিম হোসেন জানান, নিহত মামুনুর রশিদকে রাত ৩টায় তার পরিবারের লোকজন মৃত অবস্থায় নিয়ে আসেন।












