কুমিল্লাবৃহস্পতিবার, ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দেবিদ্বারে পিস্তল ও ইয়াবাসহ আটক ১

প্রতিবেদক
Palash Khandakar
সেপ্টেম্বর ১৬, ২০২৩ ৮:১৪ অপরাহ্ণ
Link Copied!

উপজেলা প্রতিনিধি:

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় একটি দেশীয় তৈরি পিস্তল ও ১ শত পিস ইয়াবাসহ আনোয়ার হোসেন (৩০) নামের এক যুবককে আটক করেছে থানা পুলিশ।

শনিবার সকালে আদালতের মাধ্যমে আসামিকে কুমিল্লা জেলহাজতে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেন থানা অফিসার ইনচার্জ কমল কৃষ্ণ ধর।

আটক হওয়া আনোয়ার হোসেন দেবিদ্বার উপজেলার বড় শালঘর গ্রামের উত্তরপাড়ার ইউনুছ মাষ্টারের বাড়ির মৃত হারুনুর রশিদের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, দেবীদ্বার উপজেলার বড়শালঘর ইউপির ইষ্টগ্রামের সজীব ব্রিকস ফিল্ডের পশ্চিম পার্শ্বে আলমগীর হোসেনের চায়ের দোকানের সামনে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের ওপর অবৈধ মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র নিয়ে গাড়ির জন্য অপেক্ষা করছিলো এ যুবক। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালানোর সময় আসামিকে গ্রেপ্তার করে থানা পুলিশ।