উপজেলাপ্রতিনিধি:
কুমিল্লা দেবিদ্বার পৌরসভা নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করায় দেবিদ্বার পৌর আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম ও দেবিদ্বার পৌরসভার ০২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এম এ কাইয়ুম ভূঁঞাকে আওয়ামী লীগের দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (৬ই জুলাই) বেলা ১২ টায় কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোঃ সাইফুল ইসলাম রাজীব স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানা যায়।
বহিষ্কারকৃত দেবিদ্বার পৌর আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম বিদ্রোহী প্রার্থী হিসেবে নারকেল প্রতীক নিয়ে নির্বাচনী প্রচরণা করছেন। অন্যদিকে দেবিদ্বার পৌরসভার ০২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এ কাইয়ূম ভূঁইয়া দেবিদ্বার পৌর মেয়র নির্বাচনে কেরাম বোর্ড প্রতীক নিয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করছেন।
বিবৃতিতে জানা যায়, আসন্ন দেবিদ্বার পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে আবুল কাসেম এবং আলহাজ্ব এ কাইয়ূম ভূঁইয়া নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, যা দলীয় শৃঙ্খলা পরিপন্থী। এ বিষয়ে দলীয় মনোনয়ন প্রাপ্ত প্রার্থী দেবিদ্বার উপজেলা আওয়ামীলীগ এবং কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ কে প্রয়োজনীয় ব্যবস্থার জন্য লিখিত দরখাস্ত করেছে।
এমতাবস্থায় কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি ম. রুহুল আমিন এবং কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব রোশন আলী মাস্টারের নির্দেশনা মোতাবেক তাদেরকে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কারের সিদ্ধান্তে বহিষ্কারকৃত দেবিদ্বার পৌর আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম জানান এখন পর্যন্ত আমি কোনো চিঠি পাই নাই। আর যদি এইটা হয়েও থাকে তাহলে এইটা দলের গঠনতন্ত্রের বাহিরের কাজ। এর আগেও আমরা দেখেছি দেবিদ্বার উপজেলার নির্বাচনে একাধিক বিদ্রোহী প্রার্থী ছিলেন, তখন কাউকে বহিষ্কার করা হয়নি। যারা উপজেলা নির্বাচনে জয়বাংলা ধানের শিষ করেছে তাদেরকে আগে বহিষ্কার করতে হবে। আমাদেরকে বড়জোর শোকজ করতে পারে। হাইব্রিড নেতাদের বহিষ্কার না করে আমরা যারা মূলধারার দল করি তাদের বহিষ্কার করে এইটা কেমন কথা? তবে অপর বিদ্রোহী প্রার্থী আলহাজ্ব এ কাইয়ূম ভূঁইয়াকে একাধিক মুঠোফোনে কল করে পাওয়া যায় নি।
এইদিকে বহিষ্কারের বিষয়ে কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি ম. রুহুল আমিন জানান দলীয় মনোনয়নের বাহিরে গিয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করার কারণে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাদেরকে বহিষ্কার করা হয়েছে। এবং এই নির্বাচনে যারা দলে থেকে তাদের সাথে নির্বাচনী প্রচরণায় কাজ করছে তাদেরকেও চিহ্নিত করে ব্যবস্থা নেয়া হবে। উপজেলার নির্বাচনে যারা বিদ্রোহী প্রার্থী ছিল এদের কাউকে করছে আবার কাউকে করে নাই। এইটা অন্য হিসাব, এইগুলার চিন্তা তাদের করে লাভ নাই। এইটা পৌরসভা নির্বাচন। এই নির্বাচনে যারা তাদের পক্ষে যাবে তাদেরকে তদন্ত সাপেক্ষে বহিষ্কার করা হবে।
উল্লেখ্য যে, আগামী ১৭ জুলাই ইবিএম এর মাধ্যমে দেবিদ্বার পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে মোট ৮ জন প্রার্থী পৌর মেয়র হবার জন্য লড়াই করবে। গত ২৬ই জুন নির্বাচনের প্রতীক বরাদ্দ দেয়া হয়। এর আগে ১৮ই জুন ১৩ জন প্রার্থী মেয়র পদে মনোনয়ন পত্র জমা দিলে ১৯ই জুন যাচাই-বাছাইয়ের মাধ্যমে ৮ জন প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ বলে ঘোষণা করা হয়।