কুমিল্লাশুক্রবার, ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দুর্নীতি সহ্য করতে না পেরে আ.লীগ থেকে বের হওয়া ব্যক্তিরা বিএনপির সদস্য হতে পারবেন : রুহুল কবির রিজভী

প্রতিবেদক
Palash Khandakar
মে ৮, ২০২৫ ২:৩৪ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:

লুটপাট দুর্নীতির সহ্য করতে না পেরে যারা আওয়ামী লীগ থেকে বেরিয়ে এসেছেন তারা বিএনপির সদস্য হতে পারবেন বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার (০৮ মে) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানায় রিজভী।

অনেক তরুণ-মেধাবী সজ্জন ব্যক্তি বিএনপির সদস্য হতে আগ্রহী উল্লেখ করে বিএনপির এ নেতা জানান, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে গ্রেপ্তারের ভয়ে চাইলেও তারা সদস্য হতে পারেনি। অতীতে আওয়ামী লীগ করতো, তবে দলটির দুঃশাসন-লুটপাট সহ্য করতে না পেরে যারা ওই দল থেকে সরে এসেছে, তারা-ও সদস্য হতে পারবে।

তিনি আরও জানায়, সদস্য পদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম আগামী ১৫ মে থেকে শুরু হবে, যা চলবে ১৫ জুলাই পর্যন্ত চলবে। প্রায় ১ কোটি নতুন সদস্য সংগ্রহের টার্গেট দলটির।

এ সময় চিকিৎসকদের বরাতে রুহুল কবির রিজভী জানায়, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ভালো আছেন।