কুমিল্লাশনিবার, ৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দীপিকার পর এবার সমালোচনায় সোনাক্ষী সিনহা

প্রতিবেদক
Palash Khandakar
অক্টোবর ১৩, ২০২৫ ১২:১৩ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:


বলিউডে আবারও বিতর্কের ঝড়। দীপিকা পাডুকোনের পর এবার আলোচনায় এলেন অভিনেত্রী সোনাক্ষী সিনহা। সম্প্রতি স্বামী জহির ইকবালের সঙ্গে আবুধাবির শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদে তোলা একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার পর থেকেই নেটদুনিয়ায় শুরু হয়েছে তুমুল সমালোচনা।

হিন্দুস্তান টাইমস থেকে জানা যায়, এর আগে একই স্থানে রণবীর সিংয়ের সঙ্গে একটি বিজ্ঞাপনচিত্রের কাজে অংশ নিয়ে হিজাব পরিহিত অবস্থায় দেখা গিয়েছিল দীপিকা পাডুকোনকে। সেই দৃশ্য নিয়েও নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। এবার একই ধরণের পরিস্থিতিতে পড়লেন সোনাক্ষী।

ইনস্টাগ্রামে পোস্ট করা সেই ভিডিওতে দেখা গেছে, সোনাক্ষী ও জহির শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ পরিদর্শন করছেন। সোনাক্ষী ছিলেন সবুজ-সাদা প্রিন্টেড শর্ট কুর্তা ও পায়জামায়, মাথায় হালকা সবুজ ওড়না। অন্যদিকে, জহির পরেছিলেন কালো শার্ট ও সবুজ ট্রাউজার। পোস্টের ক্যাপশনে সোনাক্ষী লিখেছিলেন, আবুধাবিতে একটু শান্তি পেয়েছি।

ভিডিওটি ছড়িয়ে পড়তেই মন্তব্যের বন্যা। এক নেটিজেন লিখেছেন, দীপিকার জন্য সমালোচনা, কিন্তু সোনাক্ষীর ক্ষেত্রে সবাই চুপ কেন? দুজনেই একই মসজিদে গেছেন, দুজনকেই দারুণ লাগছিল।আরেকজন বলেন, মন্দির হোক বা মসজিদ মাথা ঢেকে রাখা আধ্যাত্মিকতার প্রতীক। ধর্ম নয়, এটা শ্রদ্ধার বিষয়।

প্রসঙ্গত, সোনাক্ষী সিনহা ও জহির ইকবালের সম্পর্ক শুরু থেকেই বলিউডে আলোচনার কেন্দ্রবিন্দু। তাদের আন্তঃধর্মীয় বিয়ে নিয়েও একসময় বেশ বিতর্ক হয়েছিল। তবে সোনাক্ষী সবসময়ই জানিয়েছেন, ধর্ম তাদের সম্পর্কের পথে বাধা নয়। তার ভাষায়, আমরা একে অপরের পরিবার ও সংস্কৃতিকে শ্রদ্ধা করি। সম্পর্কের শক্তি এখানেই।