ডেস্ক রিপোর্ট:
চলতি বছরের শুরুতে নির্মাতা আলোক হাসান ‘টগর’ নামে একটি নতুন সিনেমার ঘোষণা দিয়েছিলেন। তখন প্রকাশিত অ্যানাউন্সমেন্ট টিজারে জানানো হয়েছিল যে, এই সিনেমায় জুটি বাঁধবেন আদর আজাদ এবং প্রার্থনা ফারদিন দীঘি।
তবে সম্প্রতি সিনেমাটির মোশন পোস্টার প্রকাশিত হওয়ার পর দেখা গেছে, নায়িকার ভূমিকায় দীঘির পরিবর্তে রয়েছেন পূজা চেরি। এই পরিবর্তনের কারণ জানতে চাইলে পরিচালক আলোক হাসান প্রার্থনা ফারদিন দীঘির পেশাদারিত্বের অভাবের কথা উল্লেখ করেন। তিনি বলেন, দীঘিকে বাদ দেওয়ার পেছনে একাধিক কারণ ছিল, যার জন্য তাকে সিনেমা থেকে সরিয়ে দেওয়া বাধ্যতামূলক হয়ে পড়ে।
আলোক হাসান বলেন, ‘এক কথায় বলতে গেলে, দীঘির মধ্যে পেশাদারিত্বের অভাব রয়েছে। একটি প্রজেক্টে কাজ করার সময় আমি এটা অনুভব করেছি। যদি বিস্তারিত বলি, তার স্ক্রিপ্ট সম্পর্কিত কিছু ইস্যু আছে, যোগাযোগের ঘাটতি আছে, প্রমোশনাল অ্যাঙ্গেল নিয়েও কিছু সমস্যা আছে। এই ধরনের একাধিক ইস্যুর কারণে তাকে বাদ দেওয়া হয়েছে। একটি প্রজেক্ট শুরু করার সময়েই যদি এমন সমস্যা দেখা দেয়, তাহলে সিনেমা রিলিজের সময় তার কাছ থেকে আমি কী ধরনের সহযোগিতা আশা করতে পারি?’
তিনি আরও যোগ করেন, ‘দীঘির সঙ্গে আমার কোনো ব্যক্তিগত দ্বন্দ্ব নেই। যদি থাকত, তাহলে একজন শিল্পীকে সাইন করিয়ে, টিজার শুট করিয়ে আবার তাকে বাদ দেওয়ার কোনো যুক্তি নেই। একটি টিজার শুট করার পেছনেও বিনিয়োগ করতে হয়েছে, যা কোনো ছোট বিনিয়োগ নয়। এর পরও এমন সিদ্ধান্ত নেওয়ার পেছনে অবশ্যই যথাযথ কারণ রয়েছে। কোনো টিমই এমন সিদ্ধান্ত নিতে চায় না।’
আগামী ২৫ ফেব্রুয়ারি চট্টগ্রামে সিনেমাটির শুটিং শুরু হবে বলে জানান পরিচালক। সেখানে প্রায় ২০-২৫ দিন ধরে শুটিং চলবে। অ্যাকশনধর্মী এই সিনেমা ‘টগর’-এ আদর আজাদ ও পূজা চেরি ছাড়াও অভিনয় করছেন আজাদ আবুল কালাম, রোজী সিদ্দিকী, সুমন আনোয়ার, জোযন, এল আর খান সীমান্ত, শরিফুল প্রমুখ। সিনেমাটি আগামী ঈদুল আযহায় মুক্তি পেতে পারে বলে জানা গেছে।
সূত্র: কালের কন্ঠ