কুমিল্লাবৃহস্পতিবার, ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দাউদকান্দিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধের চেষ্টা

প্রতিবেদক
Palash Khandakar
আগস্ট ২, ২০২৪ ৬:০৮ অপরাহ্ণ
Link Copied!

 

স্টাফ রিপোর্টার:

কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এবং ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক অবরোধের চেষ্টা করেন শিক্ষার্থীরা। মিছিলে ভুয়া ভুয়া বলে স্লোগান দিতে দেখা যায় শিক্ষার্থীদের।

শুক্রবার (২ আগস্ট) দাউদকান্দি মডেল মসজিদে জুমার নামাজ শেষে মিছিল শুরু করেন তারা। মিছিলটি বিশ্বরোড থেকে টোলপ্লাজার দিকে যেতে থাকে। পরে বলদাখাল ইউটার্ন পৌঁছালে মিছিলটি আটকে দেয় পুলিশ। পুলিশের বাধার মুখে পড়ে মিছিলটি আবার বিশ্বরোড আসলে ছাত্রলীগের সাথে বাকবিতন্ডা হয়। পরে আন্দোলনকারী শিক্ষার্থীরা মডেল মসজিদের সামনে ঈদগা মাঠে অবস্থান নেয়। এসময় আন্দোলনকারীরা পুলিশ ও ছাত্রলীগকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করলেও পুলিশ এবং ছাত্রলীগ নিরব ভুমিকা পালন করেন।

পরে দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আরাফাতুল আলম, সহকারী কমিশনার(ভুমি) মোঃ জিয়াউর রহমান, সহকারী পুলিশ সুপার এনায়েত কবির সোয়েব, দাউদকান্দি মডেল থানার ওসি মোঃ মোজাম্মেল হকসহ পৌর মেয়র নাইম ইউসুফ সেইন এবং জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জিএস সুমন সরকার আন্দোলনকারী শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে কথা বলে তাদের শান্ত করেন।
পরে দূরের শিক্ষার্থীদের পুলিশ পাহাড়ায় দুটি বাসে করে তাদের গন্তব্যে পৌঁছে দেয়া হয়।