ডেস্ক রিপোর্ট:
দাউদকান্দিতে স্থানীয় মাদকাসক্তদের মারধরে আল আমিন (২৮) নামের এক যুবক নিহত হওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে দাউদকান্দি উপজেলা গোয়ালমারী ইউনিয়নে আউসদি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত যুবক আল-আমিন ওই গ্রামের মৃত আবদুল বারেক মিয়ার ছেলে। তিনি পেশায় এক পিকআপচালক।
পুলিশ ও নিহতের পরিবার জানায়, আল-আমিন দুপুরে নিজ গ্রামে গাড়ি রেখে বাড়িতে যাওয়ার পথে এলাকার মাদকাসক্ত ডালিম ও দ্বীন ইসলাম কথা আছে বলে তাকে দাঁড় করায়। পরে কথা বলার একপর্যায়ে তারা আল আমিনের ওপর হামলা করে পালিয়ে যায়। বাড়িতে পৌঁছে আল আমিন জানায় ডালিম ও দ্বীন ইসলাম তার মাথায় ও বুকে আঘাত করেছে। এ সময় তার স্ত্রী সুমী আক্তার তার মাথায় পানি দেয়।
তবে অবস্থার অবনতি হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্ত্রী সুমী আক্তার বলেন, আমার স্বামী গাড়ি চালান শেষে দুপুরে বাড়িতে ফেরার সময় এলাকার মাদকাসক্তরা তাকে মারধর করেন। বাড়িতে পৌঁছে তিনি জানায়, মারধরের পর তার শরীর কেমন যেন করছে। এ সময় আমি তার মাথায় পালি ডালি। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমার তিন সন্তান নিয়ে এখন আমি কোথায় যাব?
গৌরীপুর পুলিশ ফাঁড়ি উপপরিদর্শক মো. হেলাল বলেন, নিহতের স্ত্রী সুমী জানান, ডালিম ও দীন ইসলাম নামের দুজন তার স্বামীকে মারধর করেছে। কিন্তু চিকিৎসক নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পায়নি।
এ বিষয়ে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, নিহত আল আমিনের লাশ ময়নাতদন্তের জন্য সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। এ বিষয়ে তদন্তপূর্বক আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।