কুমিল্লাশুক্রবার, ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দাউদকান্দিতে ট্রাক-কাভার্ডভ্যানের সংঘর্ষে নিহত ২

প্রতিবেদক
Palash Khandakar
এপ্রিল ১০, ২০২৫ ৪:৪৭ অপরাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার দাউদকান্দি উপজেলার পুটিয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি ট্রাক ও কাভার্ডভ্যানের সংঘর্ষে দুই জন নিহত এবং দুই জন আহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতদের মধ্যে একজন হলেন কাভার্ডভ্যানের চালক বেলাল হোসেন (৩০), যিনি টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার দুদু মিয়ার ছেলে। অন্যজন হলেন ট্রাকের সহকারী ইয়াকুব (৩৫), নোয়াখালীর সেনবাগ উপজেলার মোস্তফার ছেলে।

আহতদেরকে গৌরীপুর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনায় জড়িত গাড়ি দুটি পুলিশ হেফাজতে রয়েছে।

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ওসি দেওয়ান কাওসিক আহাম্মেদ ও এসআই মনিরুল ইসলাম চৌধুরী জানান, চাউলবোঝাই ট্রাক ও প্লাস্টিকের ড্রামবোঝাই কাভার্ডভ্যানের সংঘর্ষের ফলে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।