কুমিল্লাবুধবার, ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তিনদিনের রিমান্ডে সাবেক আইনমন্ত্রী আনিসুল

প্রতিবেদক
Palash Khandakar
নভেম্বর ২৭, ২০২৪ ১১:৩৮ পূর্বাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ীতে জান্নাতুল ফেরদৌস (৪০) হত্যার মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (২৭ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেলাল হোসেন এই রিমান্ডের আদেশ দেন।

এদিন আনিসুল হককে কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা আনিসুল হককে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। তবে, তার আইনজীবী রিমান্ড বাতিল এবং জামিন চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করলে উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ১৩ আগস্ট গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পালানোর চেষ্টাকালে রাজধানীর সদরঘাট এলাকা থেকে আনিসুল হককে গ্রেপ্তার করা হয়। এরপর তার বিরুদ্ধে বিভিন্ন মামলায় আদালত একাধিকবার রিমান্ড মঞ্জুর করেছেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ২০ জুলাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ফেরার পথে শনিরআখড়ায় গুলিতে নিহত হন জান্নাতুল ফেরদৌস। এ ঘটনায় ১৩ সেপ্টেম্বর নিহতের ভাই মামুনুর রশীদ যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করেন।