কুমিল্লাশনিবার, ২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তিতাসে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

প্রতিবেদক
Palash Khandakar
এপ্রিল ৮, ২০২৫ ৩:৩১ অপরাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার তিতাস উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তলসহ একাধিক মামলার আসামি মো: রিপন মিয়া (৪৮) গ্রেপ্তার হয়েছে। সোমবার (৭ এপ্রিল) রাত ১১টায় উপজেলার শাহপুর এলাকায় এই অভিযান চালানো হয়।

গ্রেপ্তারকৃত রিপন মিয়াকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তিতাস থানার ওসি মামুনুর রশিদ। তিনি বলেন, রিপন মিয়াকে শাহপুর এলাকার তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি চাইনিজ পিস্তল, একটি ম্যাগাজিন ও ২ রাউন্ড গুলি জব্দ করা হয়।

গ্রেপ্তারের পর তাকে তিতাস থানায় সোপর্দ করা হয়। জব্দকৃত অস্ত্রও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

ওসি আরও জানান, গ্রেপ্তারকৃত রিপন মিয়া তিতাস উপজেলার মন্তাজ বেপারীর ছেলে। তার বিরুদ্ধে ডাকাতি ও মারামারিসহ তিনটি মামলা রুজু রয়েছে।