কুমিল্লাশুক্রবার, ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তিতাসে ত্রাণ নিতে গিয়ে প্রতিবন্ধী নারী ধর্ষণের শিকার, আটক ৬

প্রতিবেদক
Palash Khandakar
আগস্ট ৩১, ২০২৪ ৪:২৮ অপরাহ্ণ
Link Copied!

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার তিতাস উপজেলায় ত্রাণ দিতে গিয়ে মানসিক প্রতিবন্ধী এক নারীকে (৩৮) ধর্ষণের অভিযোগে ৬ জনকে আটক করেছে স্থানীয়রা। উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের দাসকান্দী বাজার থেকে তাদের আটক করা হয়।

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন, ভিটিকান্দি ইউনিয়নের পোড়াকান্দি গ্রামের কথিত ত্রাণ বিতরণ দলের প্রধান আলী নুর (৪৫), চকেরবাড়ি এলাকার বাবু (৪০), হরিপুর গ্রামের অটোরিকশা চালক ইদন মিয়া (২৫), আরিফ হোসেন (৩০), দাসকান্দির নুর মোহাম্মদ (২৫) এবং বিদ্যুৎ মজুমদার (৩৫)।

ওসি কাজী নাজমুল হক জানান, বুধবার দুপুরে মানসিক প্রতিবন্ধী ওই নারী দাসকান্দী বাজারে ত্রাণের জন্য গেলে তাকে ধর্ষণ করা হয়। পরে ছাত্র আন্দোলনের সমন্বয়করা বিষয়টি জানালে শুক্রবার সকালে ত্রাণ দলের প্রধান আলী নুরসহ ৬ জনকে দাসকান্দী বাজারে ডেকে আনা হয়। তাদের ধর্ষণের বিষয়টি স্বীকার করার পর সবাইকে গাছের সঙ্গে বেঁধে থানায় খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে আসে।

এ ঘটনায় শুক্রবার রাতে ধর্ষণের শিকার নারীর ভাবী বাদী হয়ে তিতাস থানায় আটক ৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৩ জনকে আসামি করে মামলা করেছেন। ভুক্তভোগী নারীকে উদ্ধার করে শনিবার সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ওসি কাজী নাজমুল হক।