কুমিল্লারবিবার, ৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তরুণ কলাম লেখক ফোরাম কুবি শাখার নেতৃত্বে মাসুম-সাইদুল

প্রতিবেদক
Palash Khandakar
অক্টোবর ১৪, ২০২৫ ১১:৩১ পূর্বাহ্ণ
Link Copied!

কুবি প্রতিনিধি:

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, কেন্দ্রীয় কার্যনির্বাহী পর্ষদের সিদ্ধান্ত মোতাবেক কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার ২০২৫-২৬ কার্যবর্ষের নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়েছে।

নতুন কমিটিতে সভাপতি হিসেবে আল মাসুম হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে মোঃ সাইদুল হাসান মনোনীত হয়েছেন। ফোরামের কেন্দ্রীয় সভাপতি মুহম্মদ সজীব প্রধান ও সাধারণ সম্পাদক মো. আবদুর রহিম সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

নবনির্বাচিত সভাপতি আল মাসুম হোসেন বলেন‚ ‘ফোরামের শাখার সদস্যদের আমার প্রতি দৃঢ় বিশ্বাস থেকেই এই দায়িত্বে আসা এবং কেন্দ্র থেকে প্রাপ্ত আমানত যাতে রক্ষা করতে পারি তারজন্য সবাই দোয়া করবেন। এই দায়িত্ব গৌরবের ও সম্মানের। আমাদের কলমে উঠে আসুক খেটে খাওয়া জনতার দুর্দশার কথা। জয় হোক কলমের, জয় হোক মানবতার।’

অন্যদিকে সাধারণ সম্পাদক মোঃ সাইদুল হাসান বলেন‚ ‘প্রথমে মহান স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমানত একটি মূল্যবান বিষয়। এই গুরুত্বপূর্ণ আমানত রক্ষায় আমি সর্বোপরি চেষ্টা করব। আমি সহ আমাদের কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নবীন লেখকদেরকে প্রশিক্ষণ, সাহিত্য আড্ডা, সেমিনার ও কর্মশালা আয়োজনের মাধ্যমে দক্ষ লেখক হিসেবে গড়ে উঠতে আন্তরিক সহায়তা করব।’

উল্লেখ্য‚ বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম তরুণ লেখকদের লেখনীগত দক্ষতা বৃদ্ধি ও সামাজিক সচেতনতা গঠনে কাজ করে আসছে।