ডেস্ক রিপোর্ট:
কুমিল্লার তিতাসে ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির আওতায় কয়েকজন ভিক্ষুককে দোকানের চাবি ও মালামাল তুলে দিয়েছেন জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছার। একই অনুষ্ঠানে নারীদের আত্মকর্মসংস্থানের জন্য ক্ষুদ্র ঋণের চেক, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার পাঠাগারে বই এবং আয়রন রিমুভাল ইউনিট (ফিল্টার) বিতরণ করা হয়।
সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে এই বিতরণ অনুষ্ঠান হয়। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আমিরুল কায়ছার।
এর আগে সকালে তিনি তিতাস থানা ও গাজীপুর খান সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করেন। সেখানে প্রোগ্রামিং ক্লাব উদ্বোধন ও দশম শ্রেণির অভিভাবক সমাবেশে বক্তব্য দেন। শিক্ষার মানোন্নয়ন ও অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির ওপর তিনি গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিতাস উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া মমিন, সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার লুবনাসহ প্রশাসনের কর্মকর্তারা।