কুমিল্লাশুক্রবার, ২৫শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা যখন আগুনে পুড়ছে, সেখানে আওয়ামী লীগ আসছে আলু পোড়া দিয়ে খেতে: হাসনাত আব্দুল্লাহ

প্রতিবেদক
Palash Khandakar
জুলাই ২৩, ২০২৫ ৮:৩৮ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:

ঢাকা যখন আগুনে পুড়ছে, সেখানে আওয়ামী লীগ আসছে আলু পোড়া দিয়ে খেতে- এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, বিএনপি করেন সমস্যা নাই, জামায়াত করেন সমস্যা নাই কিন্তু আওয়ামী লীগের সঙ্গে সখ্যতা মেনে নেব না। কুমিল্লায় বিএনপিকে নিপীড়ন করা হয়েছে, জামায়াতকে নিপীড়ন করা হয়েছে। তাই সবাইকে আহ্বান জানাবো, বাংলাদেশের স্বার্থ সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

বুধবার কুমিল্লায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) পদযাত্রা শেষে টাউন হল মাঠে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দুর্ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করে হাসনাত বলেন, এমন অচল যুদ্ধবিমান দিয়ে প্রশিক্ষণ দেয়া নিয়ে তদন্ত করতে হবে। জবাবদিহি করতে হবে কেন শিক্ষকদেরকে আবার নির্যাতন করা হয়েছে। নিহতের সংখ্যা নিয়ে যে বিভ্রান্তি রয়েছে তা স্পষ্ট করতে হবে। যারা নিহত হয়েছে তাদের আত্মার মাগফেরাত কামনা করছি। আর যারা আহত রয়েছে তাদের চিকিৎসা দাবি করছি।

উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের সঞ্চালনায় এনসিপির সমাবেশের শুরুতে মাইলস্টোন ট্রাজেডিতে নিহতদের স্মরণে এক নীরবতা পালন করা হয়। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ, যুবশক্তির কেন্দ্রীয় আহবায়ক তারিকুল ইসলাম, কুমিল্লা অঞ্চলের তত্ত্বাবধায় নাভিদ নওরোজ শাহ, কেন্দ্রীয় সদস্য হাফসা জাহানসহ অন্যান্যরা। এ সময় আরও উপস্থিত ছিলেন মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তার শারমিন সহ আরও অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশের আগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় একটি রেস্টুরেন্টে কুমিল্লার বাসিন্দা জুলাই অভ্যুত্থানে নিহত ৩০ জন শহিদের পরিবারের সঙ্গে মতবিনিময় করেন দুই মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম। পরে কুমিল্লা নগরীর টমছম ব্রিজ থেকে শুরু করে শোকাবহ পদযাত্রায় অংশ নিয়ে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও কুমিল্লার নেতাকর্মী সমর্থকরা হেঁটে কুমিল্লা টাউন হলে পৌঁছান।