কুমিল্লারবিবার, ৪ঠা মে, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩৫ কিলোমিটার যানজট

প্রতিবেদক
Palash Khandakar
মে ১, ২০২৫ ১২:৪৪ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি কাভার্ডভ্যান উলটে যাওয়ায় প্রায় ৩৫ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় চালক ও যাত্রীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

বৃহস্পতিবার (১ মে) ভোরে চান্দিনা উপজেলার নূরীতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকামুখী লেনে উলটে যায়। হাইওয়ে পুলিশের নিজস্ব রেকার দিয়ে গাড়িটি সরানো সম্ভব না হওয়ায় ফেনী থেকে ভারি রেকার আনা হয়।

সকাল ১১টা পর্যন্ত যানজট অব্যাহত ছিল। মহাসড়কের চান্দিনা, ইলিয়টগঞ্জ থেকে দাউদকান্দি এবং নিমসার এলাকা পর্যন্ত প্রায় ৩৫ কিলোমিটার জুড়ে গাড়ি চলাচল ব্যাহত হয়।

ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের ওসি মো. রুহুল আমিন জানান, ঢাকামুখী লেন বন্ধ থাকায় অনেক গাড়ি বিপরীত দিক দিয়ে চলতে গিয়ে যানজট বাড়িয়ে তোলে। পরে কাভার্ডভ্যানটি সরিয়ে নেওয়া হয়।

ময়নামতি হাইওয়ে থানার ওসি ইকবাল বাহার বলেন, “চান্দিনা থেকে দাউদকান্দি ও নিমসার পর্যন্ত দীর্ঘ যানজট হয়েছিল। পুলিশ যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছে।”

বর্তমানে পুলিশের তৎপরতায় যানজট ধীরে ধীরে কমছে।