কুমিল্লাশুক্রবার, ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

জিততে না পারায় রাফিনিয়ার আক্ষেপ

প্রতিবেদক
Palash Khandakar
নভেম্বর ১৫, ২০২৪ ৪:০৯ অপরাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

রাফিনিয়ার গোলে প্রথমার্ধে এগিয়ে ছিল ব্রাজিল, তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই সমতায় ফিরে ভেনেজুয়েলা। এরপর পেনাল্টি পেলেও গোল করতে ব্যর্থ হন ভিনিসিয়ুস জুনিয়র। শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র করে মাঠ ছাড়তে হয় সেলেসাওদের। জয়ের আশা জাগিয়েও পয়েন্ট হারানোর হতাশা লুকাতে পারেননি রাফিনিয়া।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাতে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে ভেনেজুয়েলার সঙ্গে ড্র করে ব্রাজিল। ম্যাচ শেষে রাফিনিয়া গণমাধ্যমকে বলেন, “এটা সত্যিই কষ্টদায়ক। আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো জয়, এবং আমি বিশ্বাস করি যে আমরা ম্যাচটি জিততে পারতাম।”

তিনি আরও বলেন, “আমরা জানতাম ম্যাচটা কঠিন হবে। ভেনেজুয়েলার দলটাও যথেষ্ট শক্তিশালী। তবে ম্যাচের মধ্যে ঘটে যাওয়া ঘটনাগুলো কখনো কখনো পরিস্থিতি কঠিন করে তোলে, বিশেষ করে যখন আপনি সুযোগগুলো কাজে লাগাতে ব্যর্থ হন। আমাদের জয়ের পথে ফিরতে হলে আরও বেশি পরিশ্রম করতে হবে।”

এই ড্রয়ের ফলে ব্রাজিল দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে। ১১ ম্যাচে পাঁচ জয়, দুই ড্র এবং চার হারে তাদের সংগ্রহ ১৭ পয়েন্ট।