কুমিল্লাসোমবার, ৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

জানা গেল শামীম হাসানের স্ত্রীর পরিচয়

প্রতিবেদক
Palash Khandakar
এপ্রিল ৫, ২০২৫ ১০:৩৭ পূর্বাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

টেলিভিশন অভিনেতা শামীম হাসান সরকারের বিয়ে সম্পন্ন হয়েছে। শুক্রবার মিরপুরে তার বাসায় বিয়ের আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হয়। ফেসবুকে তিনি তার বিয়ের হলফনামা প্রকাশ করে স্ত্রীকে ট্যাগও করেন।

তবে শুরুতে শামীম এই বিয়েকে মজা হিসেবে উড়িয়ে দেন। তিনি জানান, এসব পোস্ট নিছকই মজার জন্য করা হয়েছে এবং ছবিগুলো নাটকের দৃশ্য থেকে নেওয়া। এতে তার ভক্তদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়—কী সত্যি, কী মিথ্যা?

কিন্তু শুক্রবার যখন তার বিয়ের ছবি প্রকাশিত হয়, তখনই বিষয়টি নিশ্চিত হতে থাকে। দেখা যায়, এটি কোনো নাটকের দৃশ্য নয়, বাস্তবেই তিনি বিয়ে করেছেন। যদিও প্রথমদিকে তিনি স্ত্রীর পরিচয় গোপন রাখেন।

পরবর্তীতে শুক্রবার রাতে নিজের ফেসবুক প্রোফাইলে ‘গট ম্যারিড’ স্ট্যাটাস দিয়ে স্ত্রীর পরিচয় নিশ্চিত করেন শামীম। তার স্ত্রী ফরিদপুরের মেয়ে আফসানা প্রীতি, যিনি বর্তমানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন। তার প্রোফাইল পিকচারেও এখন বিয়ের ছবি শোভা পাচ্ছে।

শামীম হাসান সরকার প্রায়ই বিয়ে নিয়ে মজা করে থাকেন, যার কারণে ভক্তরা প্রায়ই বিভ্রান্তিতে পড়েন। এবারও অনেকে প্রশ্ন করছেন—এটা কি সত্যি নাকি আরেকটি নাটকের অংশ? তবে এবারের বিয়ে যে বাস্তব, তা এখন নিশ্চিত।