কুমিল্লাবৃহস্পতিবার, ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চৌদ্দগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রতিবেদক
Palash Khandakar
আগস্ট ২০, ২০২৩ ৮:৪০ অপরাহ্ণ
Link Copied!

উপজেলা প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে পুকুরের পানিতে ডুবে আরাফাত ইসলাম ফায়াজ নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার সকালে উপজেলার কনকাপৈত ইউনিয়নের করপাটি গ্রামে নিহতের বাড়ির পাশের পুকুরে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের মো: বাবু ও ফারজানা আক্তারের ছেলে। একমাত্র ছেলের মৃত্যুতে পুরো পরিবারে এখন শোকের ছায়া।

আরাফাত ইসলাম ফায়াজের মামা মো: মাসুম জানান, ‘সাড়ে তিন বছর বয়সী ফায়াজ রোববার সকালে খেলার ছলে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর তাকে পুকুরে ভাসমান অবস্থা থেকে উদ্ধার শেষে ডাক্তারের কাছে নেয়া হয়। পরে ডাক্তার আরাফাত ইসলাম ফায়াজকে মৃত ঘোষণা করেন। ফায়াজের মৃত্যুতে তার মা ফারজানা আক্তার শোকে বারবার মুর্ছা যাচ্ছেন। পরিবারে বইছে শোকের মাতম।