ডেস্ক রিপোর্ট:
বিশ্বের ‘সবচেয়ে বড়’ সোনার মজুদের সন্ধান পেয়েছে চীন, যা থেকে ৮০ বিলিয়ন ডলারেরও বেশি মূল্যের সোনা পাওয়া যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
চীনের হুনান প্রদেশের পিংজিয়াং কাউন্টির প্রায় এক মাইল গভীরে ৪০টি সোনার শিরা শনাক্ত করেছে হুনানের ভূতাত্ত্বিক ব্যুরো। এই নতুন গোল্ডফিল্ড থেকে এক হাজার মেট্রিক টনেরও বেশি সোনা পাওয়ার সম্ভাবনা রয়েছে।
ভূতাত্ত্বিকরা জানিয়েছেন, সোনার এই মজুদ দুটি স্তরে রয়েছে। পাথরের স্তরে প্রায় ৩০০ টন সোনা থাকতে পারে, আর গভীর স্তরে আরও বড় মজুদ রয়েছে। ভূতত্ত্ববিদ চেন রুলিন জানিয়েছেন, ড্রিল করা পাথরের কোরে দৃশ্যমান সোনা পাওয়া গেছে এবং গবেষণায় মনে হয়েছে, এই আমানত আরও বড় হতে পারে।
সোনার এই মজুদ বর্তমান বাজারমূল্যে প্রায় ৬০০ বিলিয়ন ইউয়ান বা প্রায় ৮৩ বিলিয়ন ডলারের সমান।
বিশ্বব্যাপী সোনার দাম যখন ঊর্ধ্বমুখী, তখন এই আবিষ্কার চীনের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। চীনের অভ্যন্তরীণ বাজারেও সোনার চাহিদা অত্যন্ত বেশি।
হুনান প্রভিন্সিয়াল জিওলজিক্যাল ইনস্টিটিউটের মতে, এই আবিষ্কার চীনের সম্পদ নিরাপত্তা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
উল্লেখ্য, ওয়াঙ্গু গোল্ডফিল্ড চীনের অন্যতম বড় খনিজ কেন্দ্র। এই অঞ্চলে অনুসন্ধানের জন্য চীন প্রায় ১০০ মিলিয়ন ইউয়ান বিনিয়োগ করেছে।
২০২৩ সালের পরিসংখ্যান অনুযায়ী, চীন বিশ্বব্যাপী সোনার প্রায় ১০ শতাংশ উৎপাদন করে। খনির ক্ষেত্রে দেশটি বিশ্বে শীর্ষস্থানীয় এবং প্রযুক্তি রপ্তানিতেও নেতৃত্ব দিচ্ছে।