কুমিল্লাবুধবার, ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চার বাংলাদেশিকে ধরে নিয়ে গেলো আরাকান আর্মি

প্রতিবেদক
Palash Khandakar
মে ১, ২০২৫ ৩:৩৫ অপরাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

টেকনাফের দমদমিয়া এলাকার নাফ নদী থেকে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ) চার বাংলাদেশি নাগরিককে অপহরণ করেছে। বৃহস্পতিবার (১ মে) সকালে দমদমিয়া সংলগ্ন লাল দ্বীপের কাছে নাফ নদীতে এ ঘটনা ঘটে।

অপহৃতরা হলেন—আরাফাত উল্লাহ (২১), আনিস উল্লাহ (২২), মো. জাবের (১৪) ও আনোয়ার সাদেক (২৭)। তারা সকলেই টেকনাফের জাদিমুড়া ২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্পের এক মাঝি মোহাম্মদ নুর জানান, অপহৃতরা নাফ নদীতে ড্রামের ভেলায় করে মাছ ধরতে গিয়েছিল। এ সময় মিয়ানমার থেকে আসা আরাকান আর্মির সদস্যরা অস্ত্রের মুখে তাদের জিম্মি করে নিয়ে যায়। তবে আরও কয়েকজন জেলে পালাতে সক্ষম হয় এবং পরে কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়।

টেকনাফ নাইথ্যং পাড়া বোট ঘাটের সভাপতি গুরা মিয়া বলেন, “যাদের ধরে নিয়ে গেছে, তাদের সম্পর্কে আমরা তেমন কিছু জানি না। তারা হয়তো মিয়ানমারের দিকে খাদ্য পাচার বা অন্য কোনো অসৎ উদ্দেশ্যে গিয়েছিল। কিছু জেলে শুধু মাছ ধরতে যায়, আবার কেউ কেউ পাচারের কাজে জড়িত।”

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, “জেলেদের অপহরণের খবর পেয়েছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।”

স্থানীয় প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থাগুলো ঘটনাটি নিয়ে তদন্ত করছে এবং অপহৃতদের ফিরিয়ে আনার চেষ্টা চলছে।