কুমিল্লাবুধবার, ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চান্দিনায় পুলিশ দেখে যুবকের দৌড়; আটকের পর মিলল ইয়াবা

প্রতিবেদক
Palash Khandakar
জুলাই ২৯, ২০২৩ ৬:৪৫ অপরাহ্ণ
Link Copied!

উপজেলা প্রতিনিধি:

কুমিল্লার চান্দিনায় মো.মনির হোসেন (৩৫) নামের এক যুবককে ২শ পিস ইয়াবাসহ আটক করেছে পুলিশ। শনিবার ভোররাতে চান্দিনার ছয়ঘড়িয়া নামক স্থান থেকে তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন হাইওয়ে কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ।

তিনি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ছয়ঘড়িয়া নামক স্থানে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আবু সেলিম রেজা সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালায়।

এ সময় মো. মনির হোসেন পুলিশ দেখে দৌড় দেয়। সন্দেহ হলে পুলিশ তার পিছু নিয়ে তাকে আটক করে।

পরে তল্লাশি করে মনিরের প্যান্টের ডান পকেটে নীল রংয়ের এয়ার টাইট পলিপ্যাক থেকে ২শ পিস ইয়াবা জব্দ করে।

মনিরের বিরুদ্ধে চান্দিনায় থানায় মামলা প্রক্রিয়াধীন আছে বলে বলে জানান তিনি।