কুমিল্লামঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চান্দিনায় ট্রাক্টরচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত

প্রতিবেদক
Palash Khandakar
অক্টোবর ২৩, ২০২৩ ১২:৩৫ অপরাহ্ণ
Link Copied!

উপজেলা প্রতিনিধি:

কুমিল্লার চান্দিনায় ট্রাক্টরচাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন।

রোববার সন্ধ্যার পর চান্দিনা উপজেলার মাধাইয়া-রহিমানগর সড়কের রানীচড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কুমিল্লার চান্দিনা উপজেলার বুড়িমুড়া গ্রামের আলাউদ্দিনের স্ত্রী শাহিনুর আক্তার (২৮), নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার হাতুরাপাড়া গ্রামের আব্দুল মোতালেবের ছেলে আল আমিন (৩২)।

স্থানীয়রা জানায়, মাধাইয়া থেকে ছেড়ে আসা নবাবপুরগামী সিএনজিচালিত অটোরিকশাটিকে বিপরীতমুখী ট্রলিবাহী একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই আলামিন ও শাহিনুর আক্তার নিহত হন। এ ঘটনায় আহত হন আরও দুই যাত্রী। তাদের চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

চান্দিনা থানার ওসি মো. সাহাবুদ্দিন খান জানায়, এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ট্রাক্টরচালককে শনাক্ত করা হয়েছে। তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।