কুমিল্লামঙ্গলবার, ২৯শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চাঁদাবাজ যে-ই হোক তাকে ছাড় দেওয়া হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রতিবেদক
Palash Khandakar
জুলাই ২৮, ২০২৫ ৭:১৮ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:

চাঁদাবাজ যে-ই হোক তাকে ছাড় দেওয়া হবে না বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।

চাঁদাবাজির বিরুদ্ধে বৈঠকে কোনো আলোচনা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘চাঁদাবাজির বিষয়ে কী হচ্ছে আপনারা বড় করে রিপোর্ট দিচ্ছেন না? গুলশানে চাঁদাবাজদের আমরা ছাড় দেইনি। গুলশানে চাঁদাবাজদের ধরছি না? কোনো চাঁদাবাজকে ছাড় দেওয়া হবে না- সে যত বড় লোকই হোক, যত প্রভাবশালী হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না।

কেউ কেউ সমন্বয়ক পরিচয় দিয়ে চাঁদাবাজি করছে- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমি তো বললাম কাউকে ছাড় দেওয়া হবে না। যত পরিচয় দেওয়া হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না।

তিনি বলেন, ‘জাতীয় নির্বাচন সামনে রেখে আগস্ট থেকে ধাপে ধাপে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ দেওয়া শুরু হবে।’

মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘মাদক নিয়ন্ত্রণে জোর প্রচেষ্টা চালানো হচ্ছে।

মাদক বহনকারীদের ধরা যাচ্ছে, কিন্তু মাদকের গডফাদারদের ধরা যাচ্ছে না। তাদের ধরার চেষ্টা চলছে।’