ডেস্ক রিপোর্ট:
চাঁদপুরের কচুয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্ম নিয়ে কটূক্তি করায় নিজ সন্তানকে পুলিশের হাতে তুলে দিয়েছেন মা-বাবা। শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে কচুয়া পৌরসভার কান্দারপাড় এলাকায় এই ঘটনা ঘটে। তবে ওই তরুণ দাবি করেন, তার ফেসবুক আইডি হ্যাকড হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তার তরুণ উপজেলার আশেক আলী খান স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।
অভিযোগ উঠেছে, শুক্রবার সকালে অভিযুক্ত তরুণ নিজের ফেসবুক মেসেঞ্জার থেকে অন্য একজনের সঙ্গে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করে। এ তথ্য অন্যদের মধ্যে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা যায়।
পরিস্থিতি বিবেচনায় ওই যুবককে আটকের চেষ্টা করে পুলিশ। কিন্তু তার আগেই যুবককে তার বাবা ও মা পুলিশের হাতে তুলে দেন।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম বলেন, ‘ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করায় ওই তরুণকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
ঘটনার সত্যতা নিশ্চিত করে চাঁদপুরের পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব জানান, দ্রুত ওই তরুণের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে থানা পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।